শীঘ্রই Galaxy S20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Samsung। এই ফোনগুলি হল Samsung Galaxy S20, Samsung Galaxy S20+ আর Samsung Galaxy S20 Ultra। প্রায় রোজই Samsung Galaxy S20 সিরিজ সম্পর্কে নতুন খবর সামনে আসছে। সম্প্রতি Samsung Galaxy S20 Ultra ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। এই ফোনে থাকতে পারে 16GB RAM আর 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। এছাড়াও Samsung Galaxy S20 Ultra ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে পাওয়া যবে।
সম্প্রতি XDA Developers ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 12GB ও 16GB RAM সহ লঞ্চ হবে Samsung Galaxy S20 Ultra। সাথে থাকবে 128GB, 256GB আর 512GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Samsung Galaxy S20 Ultra ফোনে থাকবে 108 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। সাথে থাকছে 48 মেগাপিক্সেল 10x টেলিফটো ক্যামেরা, 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। Galaxy S20 Ultra ফোনের ভিতরে থাকবে একটি 5,000 mAh ব্যাটারি। মাত্র 74 মিনিটে এই ফোনের ব্যাটারি 0-100 শতাংশ চার্জ হবে। এই ফোনের পিছনের ক্যামেরায় থাকছে একটি টাইম অফ ফ্লাইট সেন্সর।
অন্যদিকে Samsung Galaxy S20 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকবে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে দুটি 12 মেগাপিক্সেল ক্যামেরা। Samsung Galaxy S20+ ফোনে Galaxy Ultra ফোনের ক্যামেরা থাকবে। 11 ফেব্রুয়ারি Galaxy Unpacked ইভেন্ট থেকে লঞ্চ হবে Galaxy S20 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন।
আরও পড়ুন:
সস্তা হল Samsung Galaxy A20s; নতুন দাম দেখে নিন
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন