Amazon Great Indian Festival সেলে Samsung Galaxy S24 Ultra স্মার্টফোনে দুর্দান্ত ডিল
Samsung Galaxy S24 Ultra এখনও ভারতের বাজারে উপলব্ধ অন্যতম সেরা প্রিমিয়াম স্মার্টফোন। এটি 2024 সালের জানুয়ারি মাসে এ দেশে লঞ্চ হয়েছিল। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে জনপ্রিয়তা কমা তো দূর অস্ত, যেন এর আকর্ষণ দিন দিন যেন বাড়ছে। চাহিদা বাড়ার অন্যতম কারণ হল, গত দেড় বছরে হ্যান্ডসেটটির দাম অনেকটা কমেছে। বছরের নানা সময় বিভিন্ন অনলাইন সেলে ডিসকাউন্ট দেওয়ার ফলে নতুন ফ্ল্যাগশিপ ফোনগুলির রেঞ্জে দাম চলে এসেছে। সেপ্টেম্বর 23 থেকে শুরু হতে চলা Amazon Great Indian Festival সেলে ফোনটি সর্বনিম্ন দামে পাওয়া যাবে বলে ঘোষণা করা হয়েছে।
অ্যামাজন জানিয়েছে, গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Samsung Galaxy S24 Ultra পাওয়া যাবে 71,999 টাকায়। এর আগে এত কম দামে ফোনটি বিক্রি হয়নি। লঞ্চ হওয়ার সময় হ্যান্ডসেটটির বেস মডেলের (12 জিবি র্যাম + 256 জিবি) দাম 1,29,999 টাকা রাখা হয়েছিল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, অ্যামাজন যে দামে বিক্রি করবে তার মধ্যে কিন্তু আলাদা অফার অর্ন্তভুক্ত নেই। অর্থাৎ, ই-কমার্স সংস্থাটি সরাসরি দাম কমিয়েছে।
সেল শুরু হওয়া মাত্রই Galaxy S24 Ultra কেনা যাবে 71,999 টাকায়। অর্থাৎ লঞ্চ প্রাইসের থেকে 58,000 টাকা সস্তায়। গ্রাহকরা ব্যাংক ডিসকাউন্টের মাধ্যমে ফ্ল্যাগশিপ ফোনটির দাম আরও কমাতে পারবেন। অ্যামাজন এসবিআই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইএমআই লেনদেনে 10 শতাংশ তাৎক্ষণিক ছাড় দেবে। এছাড়াও, নো-কস্ট ইএমআই, এক্সচেঞ্জ অফার এবং অ্যামাজন পে-ভিত্তিক ডিলও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রাইম মেম্বাররা এই বছরেও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে 24 ঘন্টা আগে, সেপ্টেম্বর 22 সেলের আগাম অ্যাক্সেস পাবে। Samsung Galaxy S24 Ultra ছাড়াও, সেলের আরও একটি সেরা ডিল হচ্ছে OnePlus 13। ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন আকর্ষণীয় ডিসকাউন্টে পাওয়া যাবে। এটি জানুয়ারিতে 69,999 টাকায় ভারতে লঞ্চ হয়েছিল, যা 12 জিবি র্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের দাম ছিল।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বেস মডেলটি 57,999 টাকায় কেনা যাবে। অর্থাৎ লঞ্চ প্রাইসের থেকে 12,000 টাকা কম। তবে মনে রাখবেন, এটা শুধু ফ্ল্যাট ডিসকাউন্ট নয়। এই দামে ই-কমার্স প্ল্যাটফর্মটির অফার এবং স্টেট ব্যাংকের (SBI) ক্রেডিট ও ডেবিট কার্ডের উপর অতিরিক্ত ছাড় উভয়ই যোগ করা আছে। অন্য দিকে, সেলে 54,999 টাকার OnePlus 13s বিক্রি হবে 47,999 টাকায়। এছাড়াও, সমস্ত অফার ধরে OnePlus Nord 4 ও Nord 5 যথাক্রমে 25,499 টাকা এবং 28,749 টাকায় মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.