Samsung Galaxy S25 FE ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে
Photo Credit: Samsung
Samsung Galaxy S25 FE সেপ্টেম্বর 4 গ্লোবালি লঞ্চ হয়েছে। গত বছরের Galaxy S24 FE-এর আপগ্রেড ভার্সন বা উত্তরসূরী হিসেবে আগমন ঘটেছে এই নতুন ফোনটির। ব্যাটারি, চার্জিং, সেলফি ক্যামেরা, এবং AI ডিপার্টমেন্টে বড় আপগ্রেড এসেছে। এর রিয়ার ক্যামেরা 8K ভিডিয়ো রেকর্ড করতে সক্ষম। ডিভাইসটি 7 বছরের জন্য OS আপগ্রেড এবং 7 বছর সিকিউরিটি আপডেট পাবে। কিন্তু এটি ভারতে কেমন দামে আসবে, তা গ্লোবাল লঞ্চের সময় প্রকাশ করেনি সংস্থা। তবে এখন একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, Samsung Galaxy S25 FE ভারতে তার পূর্বসূরীর মতো একই দামে বিক্রি হতে পারে।
টিপস্টার যোগেশ ব্রার দাবি করেছেন যে, Samsung Galaxy S25 FE-এর দাম ভারতে 59,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস ভেরিয়েন্টে 8 জিবি র্যাম ও 128 জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। উল্লেখ্য, বিদেশে এর দাম 650 ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় 57,300 টাকার সমান। খবরটি সত্যি হলে, নতুন লঞ্চ হওয়া Samsung এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন গত বছর তার পূর্বসূরীর মতো একই দামে দেশে বিক্রি হতে পারে।
জানিয়ে রাখি, Samsung Galaxy S24 FE গত বছর সেপ্টেম্বরে ভারতে এসেছিল। বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম 59,999 টাকা থেকে শুরু হয়েছিল। অন্য দিকে, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ সহ টপ-এন্ড ভেরিয়েন্টে দাম 65,999 টাকা ছিল। ফোনটির বেস মডেল এখন 39,999 টাকায় বিক্রি হচ্ছে। ফেস্টিভ সেলে আরও দাম কমতে পারে।
Samsung Galaxy S25 FE-এর বডি IP68 সার্টিফায়েড। অর্থাৎ, জল ও ধুলো থেকে সম্পূর্ণ সুরক্ষা মিলবে। এতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন সহ 6.7 ইঞ্চি ডায়নামিক AMOLED 2X স্ক্রিন আছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন, ও 1,900 নিট ব্রাইটনেস অফার করে। ফোনটি Exynos 2400 প্রসেসর দ্বারা চালিত। এটি ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে — 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স।
Samsung Galaxy S25 FE-এর সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য 12 মেগাপিক্সেল সেন্সর বর্তমান। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 16 ভিত্তিক One UI 8 কাস্টম সফটওয়্যারে চলে। এটি সাত বছর Android OS আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। হ্যান্ডসেটটি 45W ওয়্যার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ 4,900mAh ব্যাটারি রয়েছে। জেমিনাই লাইভ, নাও বার, নাও ব্রিফ, সার্কেল টু সার্চের মতো AI ফিচার্স দৈনন্দিন কাজ আরও সহজ করে তুলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.