Galaxy Z Fold 6 Ultra ফোনটি 18ই অক্টোবর থেকে প্রিঅর্ডারের জন্য লাইভ হতে চলেছে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 4 অক্টোবর 2024 15:25 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Fold 6ফোনটি 2024 এর জুলাই মাসে লঞ্চ হয়েছিল
  • জানা গিয়েছে Galaxy Z Fold 6 Ultraনামে একটি পাতলা মডেল পরে লঞ্চ করা হবে
  • রিপোর্ট অনুযায়ী একটি ফোল্ডাবল একই মনিকের সাথে অনলাইনে তালিকাভুক্ত করা

Samsung’s Galaxy Z Fold 6 is available in India starting at Rs. 1,64,999

Photo Credit: Samsung

বিগত ফেব্রুয়ারি মাস থেকে Samsung Galaxy Z Fold 6 Ultraফোনটি গুজবের মধ্যে রয়েছে।ফোনটি 2024সালে জুলাই মাসে লঞ্চ হওয়া Galaxy Z Fold 6-এর আগে লঞ্চ হওয়ার কথা ছিল।জুলাই মাসে স্যামসাংয়ের ফোল্ডবলের অনুষ্ঠানে এটির কোনো ঘোষণা না হওয়ায়,বলা হয়েছিল কোম্পানী ফোনটির উপর কাজ করা বন্ধ করে দিয়েছে এবং এটি দেরীতে লঞ্চ হবে।অনুমান করা হচ্ছে স্যামসাংয়ের প্রথম আলট্রাব্যান্ডেড ফোল্ডবল ফোনটি,বর্তমানে উপলব্ধ Galaxy Z Fold 6-এর মত পাতলা এবং বড় সংস্করণ হতে পারে। জুলাই মাসে ফাঁস হওয়া অন্য একটি তথ্য অনুযায়ী,ফোনটি অক্টোবর মাসে লঞ্চ হতে পারে। বর্তমানে একজন খুচরো বিক্রেতার দ্বারা অনলাইনের মাধ্যমে ফোনটির বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে।

একজন কোরিয়ান খুচরা বিক্রেতা একটি পোস্টের মাধ্যমে,Galaxy Fold 6স্পেশাল এডিশনের লঞ্চ তারিখ এবং প্রি-অর্ডারের তথ্য প্রকাশিত হয়েছে। যাইহোক বর্তমানে ওয়েবসাইটে এটি এখন আর দেখা যাচ্ছে না। অন্যদিকে একজন X (@negativeonehero) ব্যবহারকারীর একটি পোস্টে আলোচিত আলট্রার মত একই মডেল নম্বর দেখা যাচ্ছে।


পোস্টে উল্লেখকরা হয়েছে, নতুন ফোনটি দক্ষিণ কোরিয়ায় আগামী 25 তারিখ লঞ্চ করা হবে,এবং 18 থেকে 24 অক্টোবরের মধ্যে প্রীঅর্ডার করা যাবে। পোস্টটিতে একটি লিংকের মাধ্যমে Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইটে Galaxy Z Fold 6 (ক্রাফটেড কালো) সংস্করণটি দেখা যায়।ভারতে Galaxy Z Fold 6 ক্রাফটেড কালো সংস্করণটি লঞ্চ হওয়ার পর থেকে বিশেষ রঙ হিসেবে পাওয়া যাচ্ছে।এটির পিছনের অংশটি কার্বন ফাইবার বুননের মত দেখতে এবং এটি শুধুমাত্র কোম্পানীর ওয়েবসাইটে কিনতে পাওয়া যায়, স্থানীয় খুচরো বিক্রেতাদের কাছে উপলব্ধ নেই।

যে ব্যবহারকারী অনলাইনের মাধ্যমে পোস্টটি শেয়ার করেছেন,তিনি দুটি লিঙ্কও দিয়েছেন(যার মধ্যে একটি সরিয়ে নেওয়া হয়েছে)দ্বিতীয় লিঙ্কটি T-স্টোর ইভেন্টকে নির্দেশ করে,যেটির URL-এ “f958”মডেল নম্বরটি আছে।

এরআগেও Galaxy Z Fold 6 Ultra-র ফাঁসের সময় SM-F958 মডেল নম্বরটি দেখা গিয়েছিল।বেশ কয়েকটি প্রতিবেদন অনুযায়ী,‘8' নম্বরটি স্যামসাংয়ের স্মার্টফোনের লাইনআপে একটি আলট্রাডিভাইসকে নির্দেশ করে।অন্যদিকে 6নম্বরটি নন-আলট্রা মডেলগুলিকে চিহ্নিত করে।একই রিপোর্টে বলা হয়েছে,শুধুমাত্র SM-F958N মডেলেই কাজ করা হচ্ছে,যেটি শুধুমাত্র কোরিয়াতে প্রকাশ করা হবে।বলা হয়েছে যে,উন্নতমানের ডিভাইসটিতে ভাঁজথাকার সময় 10.6মিমি পুরুত্ব সহ একটি 8 ইঞ্চির প্রধান ডিসপ্লে রয়েছে।

এটি একজন কোরিয়ার খুচরা বিক্রেতার ওয়েবসাইটে দেখা গিয়েছে,যদিও এটির সত্যতা যাচাই করা সম্ভব নয়,তাই স্যামসং যতক্ষন না লঞ্চের অনুষ্ঠান সম্পর্কে কোনো অফিশিয়াল তথ্য প্রকাশ করছে আমরা ততক্ষন খবরটিকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে পারি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 ...অধিক
        
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung রেকর্ড ভেঙে আনছে সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy S26 Edge
  2. Infinix সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার ফোন আনছে, ডিজাইনে বড় চমক
  3. পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab
  4. Samsung ইউজারদের জন্য সুখবর, এই তারিখে পাবেন Android 16 ও One UI 8 আপডেট
  5. Infinix GT 30 5G+ ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল, সঙ্গে 2,999 টাকার উপহার বিনামূল্যে
  6. 8,000mAh ব্যাটারি ও 16 জিবি র‍্যামের সঙ্গে বাজার কাঁপিয়ে লঞ্চ হল iQOO Z10 Turbo+ 5G
  7. অসম্ভবকে সম্ভব করবে চ্যাটজিপিটি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী AI মডেল GPT-5 প্রকাশ করে চমকে দিল OpenAI
  8. Samsung Galaxy A17 5G অবশেষে দুর্দান্ত অ্যামোলেড স্ক্রিন ও 50MP ক্যামেরার সাথে বাজারে এল
  9. Amazon Great Freedom Festival Sale: হেডফোনে 13,000 টাকা ছাড়, কিনুন 2,599 টাকাতেই
  10. সবচেয়ে সস্তায় 7,000mAh ব্যাটারির ফোন, অবিশ্বাস্য দামে আসছে Poco M7 Plus 5G
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.