গত সপ্তাহে লঞ্চ হয়েছিল Galaxy M21। সোমবার ভারতে এই ফোন বিক্রি শুরু করল Samsung।
Samsung Galaxy M21 -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে
গত সপ্তাহে লঞ্চ হয়েছিল Galaxy M21। সোমবার ভারতে এই ফোন বিক্রি শুরু করল Samsung। দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। থাকছে Exynos 9611 চিপসেট, 6,000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। Realme 6 ও Readmi Note 9 Pro কে টেক্কা দিতেই নতুন এই ফোন ভারতে নিয়ে এল Samsung।
4GB RAM + 64GB স্টোরজে Galaxy M21 -এর দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের দাম 15,499 টাকা। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে। সোমবার দুপুর 12 টায় Amazon.in থেকে এই ফোন বিক্রি শুরু হবে। 31 মার্চের আগে এই ফোন কিনলে 500 টাকা ছাড় দিচ্ছে Amazon।
এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে One Ui 2.0 স্কিন চলবে। Galaxy M21-এ থাকছে 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট। সঙ্গে রয়েছে 6GB RAM ও 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 20 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে।
করোনাভাইরাসের কারণে অনলাইনে লঞ্চ হবে Redmi K30 Pro; ফিচারগুলি দেখে নিন
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
কানেক্টিভিটির জন্য থাকছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও 3.5 মিমি অডিও পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 6,000 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 188 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Honor Power 2 Chipset, Display Specifications Tipped; Could Launch With 10,080mAh Battery
Hollow Knight: Silksong's First Major Expansion, Sea of Sorrow, Announced; Launch Set for 2026