Photo Credit: Amazon India/ Samsung
ইতিমধ্যেই Samsung Galaxy M30s ফোন সম্পর্কে একাধিক রিপোর্ট সামনে এসেছে। এবার এই ফোন লঞ্চের দিন ঘোষনা করল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সোমবার Samsung জানিয়েছে 18 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Galaxy M30s। Galaxy M30s ফোনে Galaxy M30 এর থেকে বড় ব্যাটারি থাকবে। ভারতে Galaxy M সিরিজের অন্যান্য ফোনের মতোই শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে Galaxy M30s।
18 সেপ্টেম্বর দুপুর 12 টায় Samsung Galaxy M30s লঞ্চ শুরু হবে। এই বছর জানুয়ারি মাসে Galaxy M10 আর Galaxy M20 ফোনের হাত ধরে ভারতে Galaxy M সিরিজের জন্ম। এর পরে এই সিরিজে লঞ্চ হয়েছে Galaxy M30 আর Galaxy M40।
Samsung Galaxy M30s ফোনে থাকবে 48 মেগাপিক্সেল ক্যামেরা আর 6,000 mAh ব্যাটারি। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছিল ভারতে 15,000 টাকা থেকে 20,000 টাকা দামের মধ্যে এই ফোন লঞ্চ করবে Samsung। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই ভারতে Galaxy M সিরিজের একাধিক নতুন ফোন লঞ্চ হবে। একই সাথে ভারতে আসবে Galaxy M30s।
Galaxy M30s ফোনে থাকবে একটি Super AMOLED ডিসপ্লে, আগের থেকে ভালো ক্যামেরা আর ভালো ব্যাটারি। Galaxy M30s ফোনে থাকবে একটি 6,000 mAh ব্যাটারি। Galaxy M সিরিজের অন্যান্য ফোনের মতোই ভারতে শুধুমাত্র Amaozn.in থেকে এই ফোন পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন