ফেব্রুয়ারিতেই লঞ্চ হবে Samsung Galaxy M31। ইতিমধ্যেই এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে Samsung। এছাড়াও এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে Galaxy M31 -এর দাম জানা গিয়েছে। জানা গিয়েছে দুটি ভেরিয়েন্টে ভারতে এই ফোন লঞ্চ হবে।
6GB RAM + 64GB স্টোরেজ ও 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন লঞ্চ হতে পারে। 15,999 টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। 25 ফেব্রুয়ারি ভারতে এই ফোন লঞ্চ হবে।
48MP ক্যামেরা, 40W ফাস্ট চার্জ সাপোর্ট সহ লঞ্চ হল Huawei Nova 7i
কোম্পানির ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। Galaxy M31 -এ থাকছে Full HD+ Super AMOLED ডিসপ্লে। এই ফোনে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এছাড়াও কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Samsung Galaxy M31 -এ থাকছে 6,000 mAh ব্যাটারি। Redmi Note 8 Pro, Realme 5 Pro কে সরাসরি চ্যালেঞ্জ জানাতে ভারতে নতুন এই ফোন আনছে Samsung।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্ট থেকে জানা গিয়েছে Galaxy M31 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপর কোম্পানির One UI 2.0 স্কিন চলবে। ফোনের ভিতরে থাকবে Exynos 9611 চিপসেট। 4GB RAM + 64GB স্টোরেজ ও 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন