তিনটি অসাধারণ রঙের বিকল্পে উপলব্ধ হতে চলেছে সম্পুর্ণ নতুন একটি হ্যান্ডসেট Tecno Pop 9 5g
Photo Credit: Tecno
Tecno Pop 9 5G comes in Aurora Cloud, Azure Sky and Midnight Shadow shades
বিগত মঙ্গলবার ভারতে লঞ্চ করা হয়েছে Tecno Pop 9 5g। ট্রান্সশন মালিকানাধীন প্রতিষ্ঠানের অন্তর্গত নতুন বাজেটের মধ্যে ফোনটি 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং NFC-এর সমর্থন সহ উন্মোচিত হয়েছে। হ্যান্ডসেটটি একটি অক্টাকোর MediaTek Dimensity 6300 চিপসেট প্রসেসর দ্বারা চালিত হতে চলেছে। কোম্পানীর মতে হ্যান্ডসেটটি বর্তমানে প্রী-বুকিং এর জন্য এবং অক্টোবরের শুরুতে ক্রয় করার জন্য উপলব্ধ থাকবে। চলতি বছরের শুরুতে উন্মোচিত হওয়া Tecno Pop 8 এর সাফল্যের পর এই হ্যান্ডসেটটি তারই উত্তরসূরী হয়ে আসতে চলেছে।
ভারতে Tecno Pop 9 5g-এর 4জিবি + 64জিবি বিকল্পের দাম শুরু হচ্ছে 9,499 টাকা থেকে। অন্যদিকে 128 জিবি স্টোরেজ বিকল্পটির দাম 9,999 টাকা। বর্তমানে হ্যান্ডসেটটি অ্যামাজনের মাধ্যমে প্রী বুকিংয়ের জন্য উপলব্ধ এবং এটি সর্বপ্রথম 7ই অক্টোবর থেকে বিক্রি করা হবে।
ই-কমার্স প্ল্যাটফর্মের মতে গ্রাহকরা 499 টাকার টোকেনের সাথে এটির প্রীবুক করতে পারবেন, যেটি কেনার সময় ফেরত হিসেবে অ্যামাজন পে ব্যালেন্সে জমা হবে।
হ্যান্ডসেটটি 3 টি রঙের বিকল্প প্রদান করে - অরোরা ক্লাউড, আজুর স্কাই এবং মিডনাইট শ্যাডো, যেখানে দুটি, হ্যান্ডসেটের সাথে সম্পূরক ফোনস্ক্রীন হিসেবে উত্থাপন করা হয়।
ডুয়াল ন্যানো সিম সমৃদ্ধ Tecno Pop 9 5g ফোনটি একটি 120Hz রিফ্রেশ রেট সহ অসূচিত LCD স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে। এটি MediaTek Dimensity 6300 SoC প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটটিতে 4জিবি RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ অন্তর্ভূক্ত করা হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে LED ফ্ল্যাশ লাইটের পাশাপাশি একটি 48 মেগাপিক্সেলের Sony IMX582 রিয়ার ক্যামেরা আছে। ফোনটির সামনের অংশে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে। হ্যান্ডসেটটি ডলবি অ্যাটমস সহ ডুয়াল স্পিকার দ্বারা সজ্জিত হয়ে আছে।
Tecno Pop 9 5g ফোনটি 18W এর তারযুক্ত চার্জিং ব্যাবস্থা সমর্থিত একটি 5,000 mAh ব্যাটারী দ্বারা চালিত। হ্যান্ডসেটটি একটি ইনফ্রারেড ট্রান্সমিটার (IR) বহন করে এবং ধূলো ও জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP54 রেটিং নির্মাণ করা হয়েছে। দাবি করা হয়েছে যে, নতুন ফোনটি NFC- এর সমর্থিত সেগমেন্টের প্রথম 5g ফোন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Images of Interstellar Object 3I/ATLAS Show a Giant Jet Shooting Toward the Sun
NASA’s Europa Clipper May Cross a Comet’s Tail, Offering Rare Glimpse of Interstellar Material
Newly Found ‘Super-Earth’ GJ 251 c Could Be One of the Most Promising Worlds for Alien Life
New Fossil Evidence Shows Dinosaurs Flourished Until Their Final Days