Tecno Spark Go 2 খুব সস্তায় বাজারে এল, নেটওয়ার্ক ছাড়াই ফোন করতে পারবেন!

Tecno Spark Go 2 খুব সস্তায় 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি, অ্যান্ড্রয়েড 15 OS, Unisoc T7250 চিপসেটের সাথে লঞ্চ হয়েছে।

Tecno Spark Go 2 খুব সস্তায় বাজারে এল, নেটওয়ার্ক ছাড়াই ফোন করতে পারবেন!

Photo Credit: Tecno

Tecno Spark Go 2 ইঙ্ক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, ভেইল হোয়াইট, এবং সবুজ রঙে পাওয়া যাবে

হাইলাইট
  • Tecno Spark Go 2 নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা দেয়
  • ফোনে IP64 ডাস্ট ও স্প্ল্যাশ-রেজিট্যান্স বিল্ড রয়েছে
  • Tecno Spark Go 2 চলে Android 15 অপারেটিং সিস্টেমে
বিজ্ঞাপন

Tecno Spark Go 2 মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। 7,000 টাকারও কম দামে এসেছে এই বাজেট ফোন। খুব সস্তায় যারা ভাল স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য দারুণ বিকল্প হতে পারে। এতে IP64-রেটেড ডাস্ট এবং স্প্ল্যাশ-রেজিট্যান্স বিল্ড রয়েছে এবং এটি 4 বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স অফার করবে। Tecno Spark Go 2-তে টেকনোর ফ্রি লিঙ্ক অ্যাপ, 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন 2.0 এবং Linkbooming V1.0 প্রযুক্তির সাপোর্ট রয়েছে। এটি নেটওয়ার্ক না থাকলেও নির্দিষ্ট দূরত্বের মধ্যে কল করার সুবিধা দেবে বলে দাবি করা হয়েছে। এছাড়া, ডিভাইসটি 5,000mAh ব্যাটারি, Unisoc T7250 চিপসেট, অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম, এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি HD+ ডিসপ্লের সাথে এসেছে।

ভারতে Tecno Spark Go 2 এর দাম

ভারতে Spark Go 2 এর দাম 6,999 টাকা রাখা হয়েছে, যা 4GB RAM + 64GB অনবোর্ড স্টোরেজ অফার করে। এটি ইঙ্ক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে,ভেইল হোয়াইট, এবং সবুজ রঙে পাওয়া যাবে। কোম্পানি তাদের X (সাবেক টুইটার) পোস্টে নিশ্চিত করেছে, হ্যান্ডসেটটি জুলাই 1 দুপুর 12 টা থেকে Flipkart-এর মাধ্যমে বিক্রি শুরু হবে।

Tecno Spark Go 2 স্পেসিফিকেশন, ফিচার্স

টেকনো স্পার্ক গো 2-তে 6.67-ইঞ্চি HD+ (720x1,600 পিক্সেল) IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz। হ্যান্ডসেটটি Unisoc T7250 চিপসেট দ্বারা চালিত, যার সাথে 4GB RAM এবং 64GB eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ যুক্ত। ডিভাসটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে এবং এর উপরে HiOS কাস্টম স্কিন রয়েছে। এটি টেকনোর Ella AI অ্যাসিস্ট্যান্ট দিয়ে সজ্জিত যা একাধিক ভারতীয় আঞ্চলিক ভাষা সমর্থন করে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark Go 2 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে, যার মধ্যে একটি 13-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর ও একটি সেকেন্ডারি সেন্সর বর্তমান। সামনে, সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটির সবথেকে বড় হাইলাইট হল, নেটওয়ার্কহীন পরিবেশেও কল করার সুবিধা।

স্মার্টফোনটি টেকনোর ফ্রি লিংক অ্যাপ সমর্থন করে, যা আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নেটওয়ার্ক ছাড়াই অন্য মোবাইলের সাথে যোগাযোগ করতে দেয়। তবে এই বৈশিষ্ট্য কেবল দুটি Spark Go 2 ফোনের মধ্যে, একটি Spark Go 2, Pova সিরিজের ফোনে, বা দুটি Pova লাইনআপের মডেলে কাজ করবে। তাছাড়া, বিনা সিগন্যালে যোগাযোগের জন্য অবশ্যই দুটি ফোনকে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে।

স্মার্টফোনটি 4G Carrier Aggregation 2.0 এবং Linkbooming V1.0 প্রযুক্তি সমর্থন করে, যা যথাক্রমে নেটওয়ার্ক ও ইন্টারনেটের গতি উন্নত করবে বলে দাবি করা হয়েছে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি উপলব্ধ যা 15W চার্জিং সাপোর্ট রয়েছে। ধুলো এবং জলের ছিটে প্রতিরোধের জন্য IP64 রেটিং রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  2. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  3. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  4. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
  5. Samsung Galaxy A17 5G ভারতে লঞ্চ হল, 6 বছর নতুনের মতো চলবে, দাম জেনে নিন
  6. HyperOS 3 আপডেট নিয়ে এল Xiaomi, অ্যান্ড্রয়েড ফোনকেই মনে হবে আইফোন!
  7. Redmi 15 5G ফোনের সেল শুরু, 15,000 টাকার মধ্যে 7,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  8. ভারতে লঞ্চের আগেই Relme 15T এর দাম ফাঁস, থাকবে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
  9. আজ থেকেই WhatsApp বিনা ইন্টারনেটে চলবে! যুগান্তকারী ফিচার এল এই ফোনে
  10. iPhone 17 সিরিজের আগেই বিরাট চমক, Samsung-এর নতুন প্ল্যানে চাপে Apple
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »