মঙ্গলবার Redmi Note 8-এর সাপ্তাহিক ফ্ল্যাশ সেল হবে। Xiaomi-র বাজেটের মধ্যে থাকা এই কোয়াড ক্যামেরা স্মার্টফোন ভারতে গত মাসে লঞ্চ হয়েছিল Redmi Note 8 Pro-এর সঙ্গে। Snapdragon 665 SoC থাকা এই ফোনে সর্বোচ্চ 6GB র্যা ম পাওয়া যায়। রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 4,000mAh ব্যাটারি। Redmi Note 8 সম্পর্কে জেনে নিন বিশদে—
Redmi Note 8 দু'টি ভ্যারিয়্যান্টে পাওয়া যায়। 4GB RAM + 64GB ভ্যারিয়্যান্টের দাম 9,999 টাকা। এবং 6GB RAM + 128GB ভ্যারিয়্যান্টের দাম 12,999 টাকা। দু'টিরই ফ্ল্যাশ সেল মঙ্গলবার শুরু হবে 12pm IST থেকে। Amazon India, Mi.com ও Mi Home stores-এর মাধ্যমে বিক্রি হবে এই স্মার্টফোনটি। মিলবে মুনলাইট হোয়াইট, নেপচুন ব্লু এবং স্পেস ব্ল্যাকে।
সেল অফার অনুযায়ী, Redmi Note 8 যদি Amazon India থেকে কেনেন তাহলে Airtel ডাবল ডেটা অফার পাবেন 249 ও 349 টাকার রিচার্জে। HDFC Bank ডেবিট কার্ডে কিনলে মিলবে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। HSBC ক্যাশব্যাক কার্ড দিয়ে কিনলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক 5 শতাংশের। ICICI Bank ক্রেডিট ইএমআই ট্র্যানজাকশনে 5 শতাংশ তথা 1,500 টাকা পর্যন্ত ছাড় মিলবে। Xiaomi আরও অফার দিচ্ছে Mi.com থেকে Redmi Note 8 কিনলে। মিলবে Airtel-এর সর্বোচ্চ 1120 GB 4G ডেটা
Redmi Note 8-এ রয়েছে 6.39-inch ফুল এইচডি+ (1080x2280 পিক্সেল) ডিসপ্লে। octa-core Qualcomm Snapdragon 665 SoC রয়েছে। সর্বোচ্চ 6GB RAM। কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ (48 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল)। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল। 128GB অনবোর্ড স্টোরেজ এক্সপ্যান্ডেবল। 4,000mAh ব্যাটারি। আয়তন 158.3x75.3x8.35mm। ওজন 188 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন