আজই লঞ্চ হবে Vivo Nex। চিনে এক ইভেন্টে স্থানীয় সময় সন্ধ্যা 7:30 মিনিটে (ভারতীয় সময় বিকাল 5 টা) এই ইভেন্ট শুরু হবে। আজ সাঙ্ঘাইতে এই ইভেন্টে লঞ্চ হবে Vivo র বেজেল লেস এই ফোন। এক রিপোর্টে জানা গিয়েছে Nex, Nex S আর Nex A এই তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হবে লেটেস্ট এই স্মার্টফোন।
বার্সেলোনায় এই বছরের মোবাইল কংগ্রেসের সভায় প্রথম দেখা গিয়েছিল এই বেজেল লেস ফোন। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91%। ডিসপ্লের তলার 50% জায়গা জুড়ে থাকবে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বেজেল লেস হওয়ার কারনেই এই ফোনের ভিতর থেকে বেরিয়ে আসবে সেলফি ক্যামেরা। আগে জানানো হয়েছিল 2018 সালের মাঝামাঝি এই ফোনের বিক্রি শুরু হবে।
একাধিক রিপোর্টে Vivo Nex এর দাম জানা গিয়েছে। সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে Snapdragon 710 ভেরিয়েন্টের Vivo Nex এর দাম হবে 3798 ইউয়ান (প্রায় 40,000 টাকা)। Snapdragon 845 ভেরিয়েন্টের দাম হবে 4498 ইউয়ান (প্রায় 47,300 টাকা)। অন্য এক রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনের হাই এন্ড ভেরিয়েন্টের দাম হবে 6998 ইউয়ান (প্রায় 73,200 টাকা)। আর এই দাম যদি সত্যি হয় তবে OnePlus 6 আর Honor 10 কে বাজারে ভালো টক্কর দেবে এই ফোন।
চিনে ইতিমধ্যেই পোস্টার লঞ্চ করেছে কোম্পানি। আর সেখানেই ফোনের কিছু স্পেসিফিকেশান জানা গিয়েছে। সম্প্রতি কোম্পানির ওয়েবসাইটে দুটি ভেরিয়েন্ট দেখা গিয়েছে। Vivo Nex আর Vivo Nex S নামের এই দুটি ফোনের থাকবে 6.59 ইঞ্চি সমপূর্ণ বেজেল লেস ডিসপ্লে।
এই ফোনের কটি ভচেরিয়েন্টে থাকবে Snapdragon 845 চিপসেট এর সাথেই থাকবে 8GB RAM। অন্যদিকে কম দামের ভেরিয়েন্টের থাকবে Snapdragon 710 চিপসেট, এর সাথেই থাকবে 6GB RAM। দুটি ফোনেই 12MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। ফোনের ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ফোনের ভিতরে থাকবে 128GB ইন্টারনাল স্টোরেজ আর 4000mAh ব্যাটারি। তবে সম্প্রতি জানা গিয়েছে একটি ভেরিয়েন্টে 256GB স্টোরেজ থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন