সস্তা হল Vivo Nex। লঞ্চের সময় Vivo Nex এর দাম ছিল 44,990 টাকা। 5,000 টাকা দাম কমে এই ফোন কিনতে খরচ হবে 39,990 টাকা। অনলাইন ও অফলাইন দুই জায়গাতেই এই ফোনের দাম কমেছে। কয়েকদিন আগেই চিনে লঞ্চ হয়েছিল Vivo Nex 2। এবার ভারতে Vivo Nex ফোনের দাম কমলো। Vivo NEX ফোনে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পপ আপ সেলফি ক্যামেরা, Snapdragon 845 চিপসেট সহ টপ এন্ড স্পেসিফিকেশান। এর সাথে গেম খেলার সময় স্মার্টফোন ঠান্ডা রাখতে নতুন কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে।
আরও পড়ুন: নতুন বছরে দশ হাজারের নীচে সেরা পাঁচটি স্মার্টফোন
Vivo Nex S এর ফোনের প্রধান আকর্ষণ ফোনের ফুল স্ক্রিন ডিসপ্লে। Vivo NEX S এ রয়েছে 6.59 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.3:9। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 91.28%। Vivo NEX S এর ভিতরে আছে লেটেস্ট Snapdragon 845 চিপসেট, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ।
Vivo NEX S এ রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 12MP। এর সাথেই আছে চার অ্যাক্সিস অপটিকাল স্টেবিলাইজেশান। আর রয়েছে একটি 5MP সেন্সার। সামনের ক্যামেরাটি ফোনের ভিতর থেকে বেরিয়ে আসে। এই ক্যামেরায় রয়েছে একটি 5MP সেন্সার। Vivo NEX S এর ভিতরে রয়েছে একট 4000 mAh ব্যাটারি।
কানেক্টিভিটির জন্য Vivo NEX এ থাকবে ডুয়াল 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, USB Type-C (OTG) আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo NEX এর ওজন 199 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন