কয়েকদিন আগেই Gadgets 360 ওয়েবসাইটে Vivo S1 লঞ্চের খবর প্রকাশিত হয়েছিল। বুধবার লঞ্চ হল এই স্মার্টফোন। কোম্পানির S সিরিজের এটাই প্রথম স্মার্টফোন। দুটি রঙে লঞ্চ হয়েছে Vivo S1। ফোনের ভিতরে থাকছে Helio P70 চিপসেট, FHD+ ডিসপ্লে আর ফোনের উপরে থাকছে একটি 25 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। বুধবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo।
চিনে Vivo S1 এর দাম 2,298 ইউয়ান (প্রায় 24,500 টাকা)। 6GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 1 এপ্রিল বিক্রি শুরু হবে Vivo S1।
Vivo S1 ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলছে কোম্পানির Funtouch 9.0 স্কিন। থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo S1 এর পিছনে থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 25 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo S1 ফোনে থাকছে Wi-Fi, Bluetooth, USB-OTG, GPS, GLONASS আর BeiDou। থাকছে একটি 3,940 mAh ব্যাটারি। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Vivo S1 এর ওজন 189.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন