কয়েক দিন আগে U সিরিজ স্মার্টফোন লঞ্চের টিজার প্রকাশ করেছিল Vivo। ভারতে শুধুমাত্র অনলাইনে পাওয়া যাব Vivo U সিরিজ। 24 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে এই সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U10। ইতিমধ্যেই সংবাদমাধ্যম দপ্তরে এই লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পৌঁছাতে শুরু করেছে। যদিও Vivo U10 ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
ভারতে শুধুমাত্র অনলাইনে কেনা যাবে Vivo U10। Amazon.in আর Vivo অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে U সিরিজের ফোনগুলি। ইতিমধ্যেই এই দুই ওয়েবসাইটে Vivo U10 লঞ্চের টিজার প্রকাশিত হয়েছে। টিজারে প্রকাশিত ছবিতে ফোনের ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ নচ দেখা গিয়েছে। ফোনের তিন দিকে পাতলা বেজেল থাকলেও নীচে চওড়া বেজেল চোখে পরেছে। Vivi জানিয়েছে নতুন ফোনে থাকছে 18W ফাস্ট চার্জিং। মাত্র 10 মিনিট চার্জে এই ফোনে 4.5 ঘন্টা টকটাইম পাওয়া যাবে।
এছাড়াও টিজানে জানানো হয়েছে Vivo U10 ফোনে বড় ব্যাটারি থাকছে। ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon চিপসেট। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যবহার হয়েছে জানা যায়নি। এর আগে অনলাইন Z সিরিজে দুটি এক্সক্লিউসিভ মডেল লঞ্চ করেছিল Vivo।
মিলেনিয়ালদের কথা মাথায় রেখে নতুন U সিরিজের ফোন বাজারে আনছে। এই ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আরও তথ্য লঞ্চের সময় জানা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন