আরও একবার সস্তা হল Vivo V15। 23,990 টাকায় লঞ্চ হলেও সম্প্রতি দাম কমে 21,990 টাকায় পাওয়া যাচ্ছিল Vivo V15। আরও একবার এই ফোনের দাম কমিয়েছে Vivo। এর ফলে ভারতে সবথেকে কম দামে পপ-আপ সেলফি ক্যামেরার তকমা ছিনিয়ে নিল Vivo V15। এর সাথেই ভারতে সস্তা হয়েছে Vivo Y17। এপ্রিল মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই ফোন।
23,990 টাকায় লঞ্চ হলেও সম্প্রতি দাম কমে 21,990 টাকায় পাওয়া যাচ্ছিল Vivo V15। আরও একবার এই ফোনের দাম কমিয়েছে Vivo। এবার 19,990 টাকায় ভারতে এই ফোন পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
গত মাসে 17,990 টাকায় লঞ্চ হয়েছিল Vivo Y17। লঞ্চের পরে এই প্রথম সস্তা হল এই স্মার্টফোন। 2,000 টাকা সস্তা হয়ে 15,990 টাকায় পাওয়া যাবে Vivo Y17। ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন স্টোরে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
Vivo V15 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরেই চলবে কোম্পানির নিজস্ব Funtouch OS 9 স্কিন। থাকছে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo V15 ফোনের অন্যতম প্রধান আকর্ষন পপ-আপ সেলফি ক্যামেরা। Vivo V15 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকছে 12 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ। পপ আপ সেলফি ক্যামেরার সাহায্যে ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
কানেক্টিভিটির জন্য Vivo V15 ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS/ A-GPS, FM radio, Micro-USB সাথে OTG আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি, সাথে থাকছে কম্পানির নিজস্ব ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং।
Vivo Y17 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM আর স্টোরেজ।
Vivo Y17 প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল ক্যামেরা। Vivo Y17 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সার। Y17 রিয়ার ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আর HDR সাপোর্ট। ফোনের সামনে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y17 ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, Micro-USB সাথে OTG, GPS, FM রেডিও। ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি। এই প্রথম কোন Vivo ফোনে এত বড় ব্যাটারি দেখা গেল। 5,000 mAh ব্যাটারির সাথে Vivo Y17 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন