ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V15 Pro। মার্চ মাসে বিক্রি শুরু হয়েছিল এই স্মার্টফোন। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 28,990 টাকা। ইতিমধ্যেই ম্যা মাসে একবার এক ফোনের দাম কমেছিল। এবার আরও সস্তা হল Vivo V15 Pro। V15 Pro তে থাকছে 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
সস্তা হয়ে 6GB RAM + 128GB স্টোরেজের Vivo V15 Pro কিনতে 23,990 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজের দাম কমে হয়েছে 26,990 টাকা। লঞ্চের সময় এই ভেরিয়েন্টের দাম ছিল 29,990 টাকা।
Vivo V15 Pro 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। মনের ভিতর থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 3,700mAh ব্যাটারি।
Vivo V15 Pro ফোনের প্রধান আকর্ষণ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সিজারে দেখা গিয়েছে এই ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্টার। কোয়াড পিক্সেল টেকনোলজির মাধ্যমে কম আলোতেও Vivo V15 Pro ফোনের ক্যামেরায় দারুন ছবি তোলা যাবে। সাথে থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন