20 ফেব্রুয়ারি লঞ্চ হবে Vivo V15 Pro। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছেন। শুক্রবার Flipkart এ Vivo V15 Pro ফোনের ঝলক প্রকাশিত হয়েছে। এই ফোনে থাকছে 6.39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 32 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: মধ্যবিত্তের প্রিমিয়াম স্মার্টফোনের স্বপ্ন পূরণ করতে আসছে Oppo F11 Pro
Flipkart এ টিজার প্রকাশের পরে জানা গেল Amazon ও Flipkart দুই জনপ্রিয় ওয়েবসাইট থেকেই কেনা যাবে এই ফোন। সম্প্রতি এক রিপোর্ট থেকে জানা গিয়েছিল ভারতে Vivo V15 Pro কিনতে 33,000 টাকা খরচ হবে।
আরও পড়ুন: Redmi Note 7 কে টেক্কা দিতে ভারতে এই ফোন লঞ্চ করল Motorola
Vivo V15 Pro .39 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। মনের ভিতর থাকবে একটি Qualcomm Snapdragon 675 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ আর 3,700mAh ব্যাটারি।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ভারতে আসছে Redmi Note 7
Vivo V15 Pro ফোনের প্রধান আকর্ষণ 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সিজারে দেখা গিয়েছে এই ফোনের পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্টার। কোয়াড পিক্সেল টেকনোলজির মাধ্যমে কম আলোতেও Vivo V15 Pro ফোনের ক্যামেরায় দারুন ছবি তোলা যাবে। সাথে থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন