Vivo V17 Pro ফোনে থাকছে ছয়টি ক্যামেরা। এর মধ্যে ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। আর থাকছে পপ-আপ ডুয়াল সেলফি ক্যামেরা। 8GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।
Vivo V17 Pro ফোনে ছ'টা ক্যামেরা থাকছে
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V17 Pro। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 29,990 টাকা। 2,000 টাকা সস্তা হয়ে 27,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। সোমবার Gadgets 360 কে এই ফোনের দাম কমার খরচ নিশ্চিত করেছে Vivo। Vivo V17 Pro ফোনে থাকছে ছয়টি ক্যামেরা। এর মধ্যে ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। আর থাকছে পপ-আপ ডুয়াল সেলফি ক্যামেরা। 8GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।
গ্রাহকের সুবিধার জন্য ‘অল-ইন-ওয়ান' প্ল্যান নিয়ে এল Jio
Vivo V17 Pro এর দাম কমে হয়েছে 27,990 টাকা। 8GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Flipkart, Amazon, Paytm Mall, Tata CliQ আর Vivo অনলাইন স্টোর থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে এই ফোন।
15,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8 Pro? পড়ুন রিভিউ
ডুয়াল সিম Vivo V17 Pro ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলছে। এই ফোনে থাকছে 6.44 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। পপ-আপ সেলফি ক্যামেরা ব্যবহারের জন্য ফোনের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ।
Vivo V17 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা একটি 13 মেগাপিক্সেল 2X অপটিকাল জুম ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনের পপ-আপ ক্যামেরায় থাকবে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য থাকছে Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, NFC, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo V17 Pro এর ভিতরে থাকছে 4,100 mAh ব্যাটারি। এই ফোনের ওজন 202 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Raja Saab OTT Release Reportedly Leaked Online: What You Need to Know Prabhas Starrer Movie
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online
Fire Force Season 3 Part 2 Now Streaming on Crunchyroll: Know Everything About This Season Finale