26 সেপ্টেম্বর ভারতে আসবে নতুন Vivo V9 Pro। এই বছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V9। সেই ফোনের উত্তরসূরি Vivo V9 Pro। ইতিমধ্যেই ভারতের বাজারে 20,000 টাকার নীচে পাওয়া যায় Vivo V9।
এখনো চিনের বাইরে লঞ্চ হয়নি এই Vivo V9 Pro। তাই মনে করা হচ্ছে চিনের বাইরে প্রথম এই দেশেই V9 Pro লঞ্চ করবে Vivo। সম্প্রতি এক রিপোর্টে জানা হয়েছে 20,000 টাকার নীচে ভারতে লঞ্চ হবে এই ফোন। প্রসঙ্গত এই মাসেই 25,990 টাকায় ভারতে লঞ্চ হয়েছে Vivo V11 Pro। জুন মাসে ইন্দোনেশিয়ায় 6GB RAM ভেরিয়েন্টের Vivo V9 লঞ্চ হয়েছিল। সম্ভবত এই ফোনের নাম বদলে Vivo V9 Pro মানে ভারতে লঞ্চ করা হবে।
সম্প্রতি Amazon লিস্টিং থেকে জানা গিয়েছে Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও হবে 90 শতাংশের বেশি। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM। শুধুমাত্র Amazon.in থেকেই কেনা যাবে Vivo V9 Pro।
Vivo V9 Pro ফোনে রয়েছে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও হবে 90 শতাংশের বেশি। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে Snapdragon 660 চিপসেট আর 6GB RAM আর 64GB স্টোরেজ।
ছবি তোলার জন্য V9 Pro এর পিছনে থাকবে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2MP সেকেন্ডারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি 12MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo V9 Pro তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi (2.4GHz and 5GHz), Bluetooth v4.2, GPS/ A-GPS আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকবে একটি 3260 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন