ভারতের বাজারে কম দামে পাওয়া যাবে এই স্মার্টফোনটি।
Photo Credit: Vivo
চলতি অর্থ বছরের জুন মাসে ভারতে Vivo কোম্পানীর Vivo Y58 -5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল। স্মার্টফোনটি Snapdragon 4 Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিত। ফোনটিতে 44W ফার্স্ট চার্জিংএর ব্যাবস্থা করা আছে। এটিতে অসাধারণ পারফরমেন্স যুক্ত 6,000mAh ব্যাটারি সংযুক্ত করা আছে। এছাড়াও একটি 50-মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা রয়েছে।এবং জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64-রেটিং ইন বিল্ড করা হয়েছে। বর্তমানে ভারতের বাজারে ফোনটি 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে উপলব্ধ।হ্যান্ডসেটটি অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে।এই অসাধারণ পারফরমেন্স যুক্ত ফোনটির দাম এবার কমিয়ে দিলো Vivo কোম্পানী। হ্যাঁ ঠিকই শুনেছেন।Vivo কোম্পানী সিদ্ধান্ত নিয়েছে যে, এই ফোনটির লঞ্চিং মূল্য তারা কমাতে চলেছে।
Vivo Y58 ফোনটির 8 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ, এই বিকল্পের জন্য আগের দাম ছিল19,499 টাকা।কিন্তু বর্তমানে কোম্পানীর পক্ষ থেকে এটির দাম কমানো হয়েছে। বর্তমানে এই একই ভেরিয়েন্টের দাম মাত্র 18,499 টাকা।
গ্রাহকরা Vivo কোম্পানীর Vivo Y 58 5g ফোনটি Vivo কোম্পানীর অনলাইন স্টোর,ফ্লিপকার্ট ,এবং সমস্ত খুচরো ফোনের দোকানের মাধ্যমে একই দামে কিনতে পারবেন। স্মার্টফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাবে - হিমালয়ান ব্লু এবং সুন্দরবন গ্রীন।
Vivo কোম্পানীর Vivo Y58 হ্যান্ডসেটটি
Snapdragon 4 Gen 2 SoC প্রসেসর দ্বারা চালিত।ফোনটিতে Android 14-ভিত্তিক Funtouch OS 14 সফ্টওয়্যারটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটির জন্য ফোনটির পারফরমেন্স অসাধারণ হয়ে গিয়েছে।
ফোনটি 6.72-ইঞ্চি ফুল-HD+ ডিসপ্লে এবং 2.5D LCD স্ক্রিন দ্বারা সজ্জিত। এটির রেজোলিউশন 1,080 x 2,408 পিক্সেল।এটির রিফ্রেশ রেট 120Hz। গ্রাহকদের চোখের আরামের জন্য এটিতে TUV Rheinland Low Blue Light Eye Certification যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটি 8 জিবি LPDDR4X এর RAM এবং 128 জিবি UFS 2.2 ইন বিল্ড স্টোরেজের বিকল্পে উপলব্ধ। গ্রাহকরা নিজেদের সুবিধার্থে 1TB পর্যন্ত মাইক্রো এসএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ বাড়াতে পারবে।
Vivo কোম্পানীর Vivo Y58 5G স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা আছে। যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারী ক্যামেরা। এছাড়াও এটিতে LED ফ্ল্যাশ লাইট সংযুক্ত করা আছে । স্মার্টফোনটির সামনের অংশে সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সব মিলিয়ে vivo Y58 5g ফোনটি গ্রাহকদের জন্য সন্তোষজনক হতে চলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications