Vivo X200T features a Zeiss-tuned 50-Megapixel triple rear camera unit
Vivo X200T আগামীকাল ভারতে আসছে। এটি Vivo X200 সিরিজের চতুর্থ মডেল। বর্তমানে এই সিরিজের Vivo X200, Vivo X200 Pro, এবং Vivo X200 FE ভারতে বিক্রি হচ্ছে। 2025 সালের শেষে এ দেশে লঞ্চ হওয়া ফ্ল্যাগশিপ Vivo X300 লাইনআপের দাম আমজনতার হাতের নাগালের বাইরে। সেই দিক থেকে আসন্ন ফোনটি কিছুটা বাজেটের মধ্যে থাকবে। কারণ অফিসিয়াল লঞ্চের আগের দিন Vivo X200T মডেলের দাম এবং অফার ফাঁস হয়েছে। এটি 12 জিবি র্যাম এবং 512 জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে উপলব্ধ হবে। এই স্মার্টফোনের পিছনে Zeiss-টিউনড 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে।
টেক ব্লগার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে যে, Vivo X200T ভারতে দু'টি স্টোরেজ অপশনে লঞ্চ হবে। বেস 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম 59,999 টাকা হবে। অন্য দিকে, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে 69,999 টাকা খরচ হবে। তবে কোম্পানি 5,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট (ব্যাঙ্ক) ও অতিরিক্ত 2,000 টাকার কুপন ছাড় অফার করতে পারে।
সমস্ত অফার অর্ন্তভুক্ত করে দাম 52,999 টাকায় নেমে আসতে পারে। Vivo X200T কোম্পানির নিজস্ব অনলাইন স্টোর, ফ্লিপকার্ট, অন্যান্য অফলাইন রিটেল স্টোর, ও মোবাইলের দোকানের মাধ্যমে বিক্রি যাবে। ফোনটি জানুয়ারি 27, মঙ্গলবার ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে। এটি ব্ল্যাক ও পার্পল কালার অশপনে উপলব্ধ হবে।
ভিভো এক্স200টি এর অন্যতম আকর্ষণ হল ক্যামেরা সিস্টেম। এতে f/1.57 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Zeiss প্রাইমারি ক্যামেরা (Sony IMX921), 50 মেগাপিক্সেল Zeiss আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স (Samsung JN1) ও 50 মেগাপিক্সেল Zeiss সুপার টেলিফটো ক্যামেরা (Sony IMX882) থাকবে। সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর মিলবে।
ভিভোর নতুন ফোনে Android 16 নির্ভর OrginOS 6 প্রি-ইনস্টল করা থাকবে। এটি MediaTek Dimensity 9400+ প্রসেসর দ্বারা চালিত হবে, যা 3 ন্যানোমিটার ফ্যাব্রিক্রেশন প্রসেসে নির্মিত একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। চিপসেটের পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ।
স্মার্টফোনের সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন (2,800 x 1,260 পিক্সেল), ও HDR10+ সাপোর্ট করবে। রিপোর্ট অনুসারে, ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করবে 6,200mAh ব্যাটারি। এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সমর্থন করবে। ফোনে IP68 + IP69 জল ও ধুলো প্রতিরোধী রেটিং মিলবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.