অক্টোবর মাসে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল Vivo Y11 (2019)। সম্প্রতি ভারতে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছিল Vivo। মঙ্গলবার ভারতে লঞ্চ হল Vivo Y11 (2019)। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ, ফোনের পিছনে থাকছে গ্র্যাডিয়েন্ট ফিনিশ। এই ফোনের ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। থাকছে বিশেষ এইচডিআর এবং প্যানোরামা মোড। আপাতত 3GB RAM ভেরিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছে। থাকছে 32GB স্টোরেজ।
ভারতে Vivo Y11 (2019) এর দাম 8,990 টাকা। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Vivo অনলাইন স্টোর, Flipkart, Amazon.in, Tata CliQ, সহ বিভিন্ন অফলাইন স্টোর আর অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে Vivo Y11 (2019)। 28 ডিসেম্বর শুরু হচ্ছে বিক্রি। যদিও 25 ডিসেম্বর থেকে Flipkart-এ এই ফোন পাওয়া যাবে।
Vivo Y11 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির FuntouchOS 9.1 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ স্টাইল নচ। Vivo Y11 (2019) এর ভিতরে থাকছে Snapdragon 439 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
Vivo Y11 (2019) ফোনের পিছনে দুটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই বাজেট স্মার্টফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে চিনের কোম্পানিটি।
কানেক্টিভিটির জন্য Vivo Y11 (2019) ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS, Micro-USB আর 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে 5,000 mAh ব্যাটারি। Vivo Y11 (2019) এর ওজন 190.5 গ্রাম।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন