12,990 টাকায় পাওয়া যাচ্ছে Vivo Y15 (2019)। 4GB RAM আর 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। Vivo Y17 এর দাম কমে হয়েছে 14,990 টাকা। ইতিমধ্যেই Amazon, Flipkart, Paytm সহ সব অনলাইন পোর্টালে নতুন দামে এই দুই ফোন বিক্রি আউরু হয়েছে।
ডুয়াল সিম Vivo Y15 (2019) ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির Funtouch 9 স্কিন। এই ফোনে রয়েছে একটি 6.39 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি MediaTek Helio P22 চিপসেট 4GB RAM আর 64GB স্টোরেজ।
Vivo Y15 (2019) ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y15 (2019) ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 5, Micro-USB পোর্ট আর GPS/ A-GPS। Vivo Y15 (2019) এর ওজন 190.5 গ্রাম। ফোনের ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি।
Vivo Y17 ফোনে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে। এই ফোনে থাকছে একটি 6.35 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM আর স্টোরেজ।
Vivo Y17 প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপল ক্যামেরা। Vivo Y17 ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল সেন্সার। Y17 রিয়ার ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স আর HDR সাপোর্ট। ফোনের সামনে থাকছে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Vivo Y17 ফোনে রয়েছে 5,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট
কানেক্টিভিটির জন্য Vivo Y17 ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.0, Micro-USB সাথে OTG, GPS, FM রেডিও। ফোনের ভিতরে থাকছে একটি বিশাল 5,000 mAh ব্যাটারি। এই প্রথম কোন Vivo ফোনে এত বড় ব্যাটারি দেখা গেল। 5,000 mAh ব্যাটারির সাথে Vivo Y17 ফোনে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন