Vivo Y19s 5G এর ব্যাটারি 1,600 চার্জিং সাইকেল সম্পূর্ণ করার পরেও, মূল ক্ষমতার অন্তত 80 শতাংশ ধরে রাখতে সক্ষম হবে।
Photo Credit: Vivo
Vivo Y19s 5G Features a 6,000mAh Battery
Vivo Y19s 5G কম বাজেটের ক্রেতাদের লক্ষ্য করে ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট-ফ্রেন্ডলি ফোন যা MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা পরিচালিত। 11,000 টাকারও কম দামে লঞ্চ করা এই স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি, এটি ফুল চার্জে 22.9 ঘন্টা ইউটিউব ভিডিও চালাতে পারবে। মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। Vivo Y19s 5G এর অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে IP64 জল ও ধুলোরোধী রেটিং, 12 জিবি পর্যন্ত র্যাম (ভার্চুয়াল র্যাম অর্ন্তভুক্ত), OTG, ডুয়াল-ব্যান্ড Wi-Fi, 200 শতাংশ সুপার লাউড ভলিউম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং একাধিক AI বৈশিষ্ট্য।
ভিভো ওয়াই19এস 5G একট 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি HD+ রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট, 269 পিপিআই পিক্সেল ডেনসিটি, এবং 700 নিট HBM ব্রাইটনেস অফার করে। ফোনটির স্ক্রিন TÜV Rheinland ব্লু লাইট সার্টিফায়েড। অর্থাৎ, স্ক্রিন থেকে কম নীল আলো নির্গত হবে। ইউজার চোখে চাপ বা ক্লান্তি ছাড়াই দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবে।
ভিভোর নয়া ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 12 জিবি ভার্চুয়াল র্যাম (6 জিবি + 6 জিবি) সাপোর্ট আছে। মাইক্রোএসডি কার্ড দিয়ে স্টোরেজ 2 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি আছে। সংস্থা বলেছে, 1,600 বার সম্পূর্ণ চার্জ-ডিসচার্জ করার পরেও, ব্যাটারি তার মূল ক্ষমতার অন্তত 80 শতাংশ ধরে রাখতে সক্ষম হবে। এতে সুপার ব্যাটারি সেভার মোড দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি Android 15-নির্ভর Funtouch OS 15 কাস্টম সফটওয়্যারে রান করবে।
ছবি ও ভিডিও তোলার জন্য, Vivo Y19s 5G ফোনের পিছনে আলট্রা ব্রাইট ফ্ল্যাশলাইট সহ 13 মেগাপিক্সেল ও 0.08 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে। আর সামনে সেলফি ও ভিডিও কলের জন্য, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি AI ইরেজ, AI ফটো এনহ্যান্স, ও AI ডকুমেন্টের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-নির্ভর ফিচার্স অফার করে।
স্মার্টফোনটি 32,000 ড্রপ টেস্ট, -20 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসে এক্সট্রিপ টেম্পারেচার টেস্ট, 1.50 লক্ষ বার ভলিউম বাটন টেস্ট, 5 লক্ষ বার পাওয়ার বাটন টেস্টের মতো পরীক্ষার মধ্যে দিয়ে গেছে। ফলে এটি দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করেছে।
Vivo Y19s 5G ভারতে 10,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 11,999 টাকা ও 13,499 টাকা। ফোনটি ম্যাজেস্টিক গ্রীন ও টাইটেনিয়াম সিলভার রঙে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লিস্টেড আছে এবং অফলাইনে বিক্রি হচ্ছে। এটি অনলাইনে শীঘ্রই পাওয়া যাবে বলে আশা করা যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation