Vivo Y19s-হ্যান্ডসেটটি তিনটি অসাধারণ রঙের বিকল্পে উপস্থিত হতে চলেছে
Photo Credit: Vivo
Vivo Y19s is available in Glacier Blue, Glossy Black, and Pearl Silver
বিগত অক্টোবর মাসে বিশ্বের বাজারে,Vivo Y19s ফোনটি উন্মোচিত হয়েছিল।কিন্তু সেই সময় কোম্পানী ফোনটির কোনো দাম প্রকাশ করেনি। বর্তমানে Vivo কোম্পানী হ্যান্ডসেটটির RAM এবং স্টোরেজ কনফিগারেশনের পাশাপাশি, ফোনটির দামও প্রকাশ করেছে। স্মার্টফোনটি ব্র্যান্ডটির একটি অন্তর্দেশীয় ওয়েবসাইটের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।এটিতে একটি 6.8ইঞ্চির 90Hz HD+LCD স্ক্রিন আছে,একটি Unisoc T612 চিপসেট,একটি 50মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং 15W-এর তারযুক্ত চার্জিং সমর্থিত একটি 5,500mAh ব্যাটারী আছে। উল্লেখযোগ্যভাবে ভারতে এই সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেটটির লঞ্চ সমন্ধে কোনো তথ্য ঘোষণা করা হয়নি।
থাইল্যান্ডে Vivo Y19s,ফোনটির 4জিবি+64জিবি বিকল্পের দাম শুরু হচ্ছে THB3,999 (ভারতীয় মূল্যে প্রায় 9,800টাকা)এবং 4জিবি+128জিবি,6জিবি+ 128জিবি বিকল্পের দাম যথাক্রমে,THB 4,399 (প্রায় 10,800টাকা) এবং THB 4,999(প্রায় 12,300টাকা)। এগুলি দেশে ভিভো থাইল্যান্ড ই-স্টোরের মাধ্যমে কেনা যাবে।
Vivo Y19s-ফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে-গ্লেসিয়ার ব্লু, গ্লসিব্ল্যাক এবং পার্ল সিলভার।
Vivo Y19s-হ্যান্ডসেটটি 90Hz রিফ্রেশ রেটের সাথে একটি 6.68ইঞ্চির HD+(720×1,608পিক্সেল)LCD স্ক্রিন দ্বারা সজ্জিত হয়ে আছে।এটির পিক্সেলের ঘনত্ব 264ppi। এটিতে 6জিবি LPDDR4X RAM এবং 128জিবি পর্যন্ত eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ আছে এটিতে একটি 12nm অক্টাকোর Unisoc T612 SoC প্রসেসর যুক্ত করা আছে।হ্যান্ডসেটটি Android 14-ভিত্তিক Funtouch OS 14 দ্বারা চালিত।
ক্যামেরার ক্ষেত্রে এটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট আছে। যার মধ্যে একটি f/1.8 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং একটি f/3.0 অ্যাপারচার সহ 0.08-মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে।সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে একটি 5মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
হ্যান্ডসেটটিতে 15W-এর তারযুক্ত চার্জিংয়ের সমর্থনে একটি 5,500mAh ব্যাটারী আছে।নিরাপত্তার ক্ষেত্রে ফোনটির পাশে একটি সামান্য উঁচু করা ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে। ধূলো এবং জল থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং যুক্ত করা হয়েছে এবং 5-স্টার SGS ড্রপ রেজিস্ট্যান্স এবং MIL-STD 810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনও দেওয়া হয়েছে।
সংযোগের ক্ষেত্রে এটিতে 4G LTE, ডুয়াল-ব্যান্ড
Wi-Fi,ব্লুটুথ 5.2,GPS এবং একটি USB Type-C পোর্ট আছে।হ্যান্ডসেটটির আকারের পরিমাপ 165.75 x 76.10 x 8.10মিমি এবং ওজন 198 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Mushrooms Could Power Future Eco-Friendly Computers, Study Suggests
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately