Photo Credit: Vivo
Vivo Y300 GT কালো এবং শ্যাম্পেন সোনালী রঙে আসবে বলে জানা গেছে
Vivo Y300 এবং Y300 Pro স্মার্টফোন দুটি 2024 সালের সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে চীন দেশে লঞ্চ হয়েছিল। কিছু সপ্তাহ আগে কোম্পানি দেশের বাজারে Vivo Y300 Pro+ এবং Vivo Y300t হ্যান্ডসেটগুলি উন্মোচিত করেছে। এখন কোম্পানি Vivo Y300 GT-এর লঞ্চের তারিখ সহ এটির ডিজাইন এবং মূল বৈশিষ্ট্যগুলি ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত বিবরণ অনুযায়ী মনে করা হচ্ছে যে আসন্ন নতুন হ্যান্ডসেটটি iQOO Z10 Turbo স্মার্টফোনটির পুনঃসংস্করণ রূপ হতে পারে, যেটি প্রো-ভার্সনের সাথে সম্প্রতি লঞ্চ হয়েছিল।Vivo Y300 GT-এর লঞ্চের তারিখ, ডিজাইন এবং মূল ফিচার,কোম্পানির তরফে থেকে একটি Weibo পোস্টের মাধ্যমে জানিয়েছে যে, Vivo Y300 GT-ফোনটি চীনে 9-মে সকাল 10 টায় (ভারতীয় সময় অনুযায়ী সকাল 7:30) লঞ্চ করা হবে। এটিকে ‘durable audio-visual trio' হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞাপনের একটি ছবিতে এই ফোনটিকে কালো এবং শ্যাম্পেন গোল্ড রঙের বিকল্পে দেখা গিয়েছে।
Vivo Y300 GT ফোনটির ডিজাইনটি বিগত সোমবার চীনে উন্মোচিত iQOO Z10 Turbo সিরিজের হ্যান্ডসেটগুলির মতো একই ধরনের। ফোনটির পিছনের প্যানেলের বাম দিকের উপরের কোণে একটি স্কোয়ার্কেল আকৃতির রিয়ার ক্যামেরা মডিউল দেখা যাচ্ছে, যেটিতে গোল একটি ফ্ল্যাশ ইউনিটও আছে। ফোনটির ডানদিকের ধারে পাওয়ার বোতাম এবং ভলিউম বোতামগুলি আছে।
TMall প্রোডাক্ট পেজের একটি টিজার ইমেজে দেখা যাচ্ছে যে, Vivo Y300 GT-ফোনটিতে সরু কাঠামোর সাথে একটি ফ্ল্যাট ডিসপ্লে আছে এবং এটির চিনটি সামান্য মোটা, উপরের মধ্যের অংশে একটি হোল-পাঞ্চ স্লট আছে। এইসবের পাশাপাশি তালিকায় প্রকাশ করা হয়েছে যে, হ্যান্ডসেটটি MediaTek Dimensity 8400 SoC এবং 90W তারযুক্ত দ্রুত চার্জিং সমর্থিত একটি 7,620mAh ব্যাটারী দ্বারা চালিত হবে।
আসন্ন Vivo Y300 GT ফোনটির মূল বৈশিষ্ট্যগুলি বেস iQOO Z10 Turbo মডেলটির মতো একই ধরনের হবে বলে জানানো হয়েছে। যদি এটি সত্যি হয় তাহলে Vivo Y200 GT-এর উত্তরসূরিতে একটি প্রধান রিয়ার 50 মেগাপিক্সেলের Sony LYT-600 সেন্সর, একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকার সম্ভাবনা আছে। এটিতে একটি 6.78-ইঞ্চির 144Hz 1.5K AMOLED স্ক্রিন সহ SGS লো-ব্লু-লাইট এবং লো-ফ্লিকার সার্টিফিকেট থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন