Photo Credit: Facebook / Vivocambodia
আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Vivo। সম্প্রতি বাজারে এসেছে Vivo Y50। কম্বোডিয়ায় 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে। 11 এপ্রিল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এই ফোনের প্রি-অর্ডার চলবে। কম্বোডিয়ার বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি Vivo।
11 এপ্রিল পর্যন্ত 249 মার্কিন ডলার (প্রায় 18,950 টাকা) খরচ করে Vivo Y50 প্রি-অর্ডার করা যাবে। কালো ও নীল রঙে এই ফোন পাওয়া যাবে।
Vivo Y50-তে থাকছে 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদিও কোম্পানির ফেসবুক পেজ থেকে নতুন ফোনের প্রসেসর সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। অন্য এক রিপোর্টে জানা গিয়েছে Snapdragon 665 চিপসেট সহ বাজারে এসেছে Vivo Y50।
এটাই Oppo A12e! লঞ্চের আগেই দেখে নিন সব ফিচার
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Vivo Y50-এর পিছনের ক্যামেরা 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এছাড়াও থাকছে একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর।
Vivo Y50-তে থাকছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং। এই ফোনের পিছনে চারটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন