নিঃশব্দে Y89 লঞ্চ করল Vivo। চিনে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে Vivo Y89 ফোন দেখা গিয়েছে। ইতিমধ্যেই Aliexpress ওয়েবসাইটে বিক্রি শুরু হয়েছে এই ফোন। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই ফোন। Vivo Y89 ফোনে রয়েছে Snapdragon 626 চিপসেট, 3,260 mAh ব্যাটারি আর 6.26 ইঞ্চি ডিসপ্লে।
আরও পড়ুন: নতুন ভেরিয়েন্টে Vivo Y93 ফোনে আগের থেকে কম দামে পাওয়া যাচ্ছে বেশি স্টোরেজ
চিনে Vivo Y89 ফোনের দাম 1,598 ইউয়ান (প্রায় 16,700 টাকা)। ইতিমধ্যেই Aliexpress ওয়েবসাইট থেকে Vivo Y89 বিক্রি শুরু হয়েছে। Y89 ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি নচ। আর থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা।
আরও পড়ুন: দুর্দান্ত ক্যামেরা নিয়ে ভারতে এল Vivo Y91, দাম ও স্পেসিফিকেশান দেখে নিন
ডুয়াল সিম Vivo Y89 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Y89 ফোনে থাকছে একটি 6.26 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর Snapdragon 626 চিপসেট, 4GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।
আরও পড়ুন: অক্টা-কোর প্রসেসার, 128GB স্টোরেজ নিয়ে এল Vivo Z3i Standard
ছবি তোলার জন্য Vivo Y89 ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Y89 ফোনের সামনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করে এই ফোনে একাধিক মোডে ছবি তোলা যাবে।
আরও পড়ুন: সফটওয়্যার আপডেটে ধারালো হল Realme U1 ফোনের ক্যামেরা
কানেক্টিভিটির জন্য Vivo Y89 ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 2.4G/5.8G, Bluetooth, USB OTG। ফোনের ভিরতে থাকছে 3,260 mAh ব্যাটারি Y89 এর ওজন 149.3 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন