ডিসেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y93। লঞ্চের সময় এই ফোনে ছিল 4GB RAM আর 32GB স্টোরেজ। এবার 3GB RAM আর 64GB স্টোরেজে ভারতে এল এই ফোন। নতুন ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। চিনে Vivo Y93 তে Snapdragon 439 চিপসেট থাকলেও ভারতে এই ফোনে থাকতে চলেছে MediaTek Helio P22 চিপসেট। সাথে থাকছে একটি 6.2 ইঞ্চি ডিসপ্লে আর ডুয়াল রিয়ার ক্যামেরা। ইতিমধ্যেই Amazon.in আর Vivo অনলাইন স্টোরে Vivo Y93 ফোনের 3GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট বিক্রি শুরু হয়েছে।
আরও পড়ুন: আরও সস্তা হল সুপার হিট Redmi Note 5 Pro
আরও পড়ুন: এখনই সতর্ক না হলে WhatsApp এ প্রতারণার শিকার হতে পারেন আপনিও
ভারতে Vivo Y93 ফোনের 3GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,990 টাকা। তবে 4GB RAM ও 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা।
আরও পড়ুন: Jio Phone এ সহজ হবে কুম্ভ যাত্রা
আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Redmi Note 7 ফোনের স্পেসিফিকেশান
ডুয়াল সিম Vivo Y93 তে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে Funtouch 4.5 স্কিন। Vivo Y93 তে রয়েছে একটি 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 4GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি 13MP প্রাইমারি সেন্সার আর একটি 2 MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য Vivo Y93 তে রয়েছে একটি 8MP ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y93 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS আর OTG। Vivo Y93 তে রয়েছে একটি 4,030 mAh ব্যাটারি।
আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে আসছে Honor 10 Lite
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন