Realme U1 ফোনে সফটওয়্যার আপডেট পৌঁছাতে শুরু করল। এই আপডেটে Realme U1 ফোনে জানুয়ারী মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ পৌঁছে গিয়েছে। এর সাথেই ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে যোগ হয়েছে একাধিক নতুন ফিচার। ক্যামেরায় নতুন ওয়াটারমার্ক যোগ হওয়ার সাথেই আপডেটের পরে Realme U1 ফোনের ক্যামেরা ব্যবহার করে আরও ভালো ছবি তোলা যাবে। কয়েক দিন আগেই Realme 2, Realme C1 আর Realme 2 Pro ফোনে আপডেট পাঠিয়েছিল Realme।
আপডেটের পরে Realme U1 ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারে ট্যাপ করে ছবি তোলা যাবে। এছাড়াও সেলফি ক্যামেরার HDR মোডে উন্নতি হয়েছে। ঘরের বাইরে পোট্রেট মোডেও উন্নতি হয়েছে।
আরও পড়ুন: নতুন রঙে বিক্রি শুরু হল Realme U1, সাথে বিনামূল্যে মিলছে Realme Buds
RMX1831EX_A.05 বিল্ড নম্বরে Realme U1ফোনে এই আপডেট পৌঁছেছে। OTA প্যাকেজের মাধ্যমে Realme U1 ফোনে এই আপডেট ইনস্টল করা যাবে। ফোনের সেটিংস মেনু থেকে সফটওয়্যার আপডেট বিভাগে গিয়ে ইনস্টল করতে হবে এই আপোডেট।
আরও পড়ুন: সস্তা হল এই তিনটি Realme স্মার্টফোন
ডুয়াল সিম Realme U1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন। Realme U1 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P70 চিপসেট, 3GB/4GB RAM আর 32GB/64GB স্টোরেজ।
আরও পড়ুন: Realme 3 তে থাকবে 48MP ক্যামেরা
ছবি তোলার জন্য Realme U1 এ রয়েছে 13MP+2MP ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম। সাথে থাকবে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে।
আরও পড়ুন: Redmi Note 7 পায়ে লাগিয়ে চলছে স্কেটিং, তারপর . . .
কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ব্যাটারি 3,500 mAh ব্যাটারি।
আরও পড়ুন: এটাই বিশ্বের সেরা স্মার্টফোন ক্যামেরা
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন