জানুয়ারি মাসে লঞ্চের সময় Vivo Y91 ফোনের দাম ছিল 10,990 টাকা। 1,000 টাকা সস্তা হয়ে মাত্র 9,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক অনলাইন স্টোরে নতুন দামে বিক্রি শুরু হয়েছে Vivo Y91।
Vivo Y91 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ
জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y91। লঞ্চের কয়েক মাসের মধ্যেই সস্তা হল এই স্মার্টফোন। ফোনে থাকছে ছোট নচ আর গ্রেডিয়েন্নট ব্যাক। লঞ্চের সময় Vivo Y91 ফোনের দাম ছিল 10,990 টাকা। আর্টিফিশাল ইন্টিলিজেন্স ব্যবহার করে এই ফোনের ডুয়াল ক্যামেরায় দারুন ছবি তোলা যাবে।
Vivo Y91 এর দাম
জানুয়ারি মাসে লঞ্চের সময় Vivo Y91 ফোনের দাম ছিল 10,990 টাকা। 1,000 টাকা সস্তা হয়ে মাত্র 9,990 টাকায় এই ফোন পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক অনলাইন স্টোরে নতুন দামে বিক্রি শুরু হয়েছে Vivo Y91।
Vivo Y91 স্পেসিফিকেশান
Vivo Y91 ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y91 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্তাইমারি ক্যামেরাটি 13MP। সাথে থাকছে 2MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y91 ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। Vivo Y91 এর ওজন 163.5 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Is Space Sticky? New Study Challenges Standard Dark Energy Theory
Sirai OTT Release: When, Where to Watch the Tamil Courtroom Drama Online