Vivo Y91 আর Y91i ফোনে রয়েছে MediaTek Helio P22 চিপসেট। দুটি ফোনে থাকছে ছোট ওয়াটারড্রপ নচ।
Vivo Y91 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ
জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Vivo Y91, মার্চ মাসে লঞ্চ হয়েছিল Vivo Y91i। এই দুটি ফোনের দাম কমালো চিনের কোম্পানিটি। দুটি ফোন 1,000 টাকা সস্তা হয়েছে। Vivo Y91 আর Y91i ফোনে রয়েছে MediaTek Helio P22 চিপসেট। দুটি ফোনে থাকছে ছোট ওয়াটারড্রপ নচ।
ভারতে Vivo Y91 ফোনের দাম কমে হয়েছে 8,990 টাকা। ইতিমধ্যেই অফলাইন স্টোরে এই দামে ফোন বিক্রিউ শুরু হয়েছে। তবে অনলাইনে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পুরনো দামেই বিক্রি হয়েছে Vivo Y91। অন্যদিকে Vivo Y91i ফোনের দাম শুরু হচ্ছে 7,990 টাকা থেকে। এই দামে Y91i ফোনের 2GB RAM আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। 32GB স্টোরেজে Y91i কিনতে 8,490 টাকা খরচ হবে। তবে কবে এই ফোন বিক্রি শুরু হবে জানা যায়নি।
Vivo Y91 স্পেসিফিকেশন
Vivo Y91 ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y91 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্তাইমারি ক্যামেরাতী 13MP। সাথে থাকছে 2MP ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8MP সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y91 ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে। Vivo Y91 এর ওজন 163.5 গ্রাম।
Vivo Y91i স্পেসিফিকেশন
Vivo Y91i ফোনে রয়েছে 6.22 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট, 2GB RAM আর 16GB অথবা 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Y91i ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এই ফোনের প্রাইমারি ক্যামেরাটি 13 মেগাপিক্সেল। সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। ফোনের সামনে থাকছে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য Vivo Y91i ফোনে থাকছে 4G, Wi-Fi, Bluetooth 5.0, GLONASS, GPS আর Wi-Fi 2.4G। এই ফোনের ভিতরে একটি 4,030 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple's iOS 26.2 Beta 3 Rolled Out With AirDrop Upgrades, Liquid Glass Tweaks and More