Vivo জানিয়েছে Z1 Pro ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। অনেকে মনে করছেন Vivo Z5x এর নাম বদলে ভারতে আসছে Vivo Z1 Pro।
Photo Credit: Twitter / Mukul Sharma
শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে Vivo Z1 Pro
শিঘ্রই বাজারে আসছে Vivo Z1 Pro। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে Z1 Pro ফোনের ডিসপ্লে ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য সামনে এল। নতুন Vivo Z1 Pro ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ফোনের সামনে থাকছে পাঞ্চ হোল ডিসপ্লে।
সম্প্রতি Vivo Z1 Pro হাতে নিয়ে ইন্টারনেটে একটি ছবি সামনে এসেছে। সেই ছবিতে ফোনের ক্যামেরা ও ডিসপ্লে সম্পর্কে এই তথ্য সামনে এসেছে। ভারতে শুধুমাত্র Flipkart থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই Flipkart এ Vivo Z1 Pro এর জন্য আলাদা পেজ তৈরী হয়েছে।
ইতিমধ্যেই Vivo জানিয়েছে Z1 Pro ফোনে থাকছে Snapdragon 712 চিপসেট। অনেকে মনে করছেন Vivo Z5x এর নাম বদলে ভারতে আসছে Vivo Z1 Pro।
Vivo Z1 Pro ফোনের পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকছে একটি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এছাড়াও ফোন্র ভিতরে থাকছে একটি 5,000 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কবে ভারতে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Astronomers Observe Star’s Wobbling Orbit, Confirming Einstein’s Frame-Dragging
Chandra’s New X-Ray Mapping Exposes the Invisible Engines Powering Galaxy Clusters