তিনটি আলাদা ভেরিয়েন্টে Snapdragon 670 আর Snapdragon 710 চিপসেট সহ পাওয়া যাবে নতুন Vivo Z3
একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে Vivo। এবার লঞ্চ হল Vivo Z3। তিনটি আলাদা ভেরিয়েন্টে Snapdragon 670 আর Snapdragon 710 চিপসেট ও 6GB পর্যন্ত RAM এ পাওয়া যাবে নতুন Vivo Z3। এর সাথেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর কোম্পানির নিজস্ব Jovi স্মার্ট অ্যাসিস্ট্যান্ট।
Snapdragon 670 চিপসেট আর 4GB RAM সহ Vivo Z3 এর দাম 1598 ইউয়ান (প্রায় 16,900 টাকা)। Snapdragon 710 চিপসেট+6GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টে Vivo Z3 এর দাম 1898 ইউয়ান (প্রায় 20,100 টাকা)। আর Snapdragon 710 চিপসেট+6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়ন্টে Vivo Z3 ফোনের দাম 2298 ইউয়ান (প্রায় 24,400 টাকা)।
Vivo Z3 ফোনে রয়েছে Android Oreo অপারেটিং সিস্টেম। Vivo Z3 তে থাকবে একটি 6.3 ইঞ্চি 19:9 FHD+ ডিসপ্লে। এর সাথেই থাকবে Snapdragon 670 অথবা Snapdragon 710 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Vivo Z3তে থাকবে 16MP+2MP রিয়ার ক্যামেরা। এর সাথেই থাকবে 12MP সেলি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য Vivo Z3 তে রয়েছে 4G VoLTE, Wi-Fi, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB সাথে OTG সাপোর্ট আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo Z3তে রয়েছে একটি 3315 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন