চিনে নতুন Vivo Z3i লঞ্চ করেছে Vivo। এই মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Vivo V11। সেই ফোনের নাম বদলে চিনে Vivo Z3i নামে এই ফোন লঞ্চ হয়েছে। একই ফোন Vivo V11i নামে থাইল্যান্ডে লঞ্চ করেছিল কোম্পানি। Vivo V11 ও Vivo Z3iফোনে রয়েছে একই ডিসপ্লে, প্রসেসার, RAM, ব্যাটারি। তবে এই দুটি ফোনে আলাদা ক্যামেরা ও স্টোরেজ ব্যবহার হয়েছে।
চিনে Vivo Z3i ফোনের দাম 2398 ইউয়ান (প্রায় 25,600 টাকা)। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। প্রসঙ্গত ভারতে 22,990 টাকায় লঞ্চ হয়েছিল Vivo V11। পরে দাম কবে এখন 20,990 টাকায় এই ফোন পাওয়া যায়।
ডুয়াল সিম Vivo Z3i এ চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Vivo Z3i এ থাকবে একটি 6.3 ইঞ্চি Super AMOLED ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লের ফলেই ফোনের স্ক্রিন টু বডি রেশিও বেড়ে হয়েছে 91 শতাংশ। ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P60 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Vivo Z3i এ থাকবে একটি 16MP ও 2MP ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 24MP ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট থাকবে। সামনের ক্যামেরা দিয়ে ফোনের ফেস আনলক কাজ করবে।
Vivo Z3i এর ভিতরে থাকবে একটি 3,315 mAh ব্যাটারি। তবে এই ফোনে USB Type C এর পরিবর্তে microUSB পোর্ট ব্যবহার করেছে Vivo। কানেক্টিভিটির জন্য V11 এ থাকবে Wi-Fi 802.11 আর Bluetooth 5.0।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন