Wobble One সম্পূর্ণভাবে ভারতে ডিজাইন ও তৈরি করা হয়েছে।
Wobble One is available in three colours
ভারতীয় কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড Wobble তাদের প্রথম স্মার্টফোন Wobble One লঞ্চের ঘোষণা করল। বুধবার নতুন দিল্লিতে ফোনটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে তারা। টেলিভিশন তৈরির জন্য পরিচিত Wobble এবার মুঠোফোনের বাজারেও প্রবেশ করল। স্মার্টফোনটি সম্পূর্ণভাবে ভারতে নকশা ও তৈরি করা হয়েছে বলে দাবি সংস্থাটির। কোম্পানি জানিয়েছে, Wobble One ফ্ল্যাগশিপ স্তরের কারিগরি, প্রফেশনাল-গ্রেড ক্যামেরা, এবং স্টক Android অপারেটিং সিস্টেমকে একত্রিত করেছে। এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে AMOLED ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ক্যামেরা, ব্যাক ও ফ্রন্ট মিলিয়ে চার ক্যামেরা , Dolby Atmos এবং Dolby Vision সাপোর্ট। চলুন ফোনটির দাম সহ খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।
Wobble One এর সামনে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি+ রেজোলিউশন সমর্থন করে। আবার ডলবি ভিশন থাকার কারনে দুর্দান্ত ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে MediaTek Dimensity 7400 প্রসেসর ব্যবহার হয়েছে। এটি 12 জিবি পর্যন্ত র্যাম ও সর্বাধিক 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে কোম্পানির নিজস্ব এপিক হাইপারইঞ্জিন গেমিং প্রযুক্তি রয়েছে।
4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত এই মিড-রেঞ্জ চিপ 2.6 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি হাই পারফরম্যান্স Cortex-A78 কোর এবং 2.0 গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পাওয়ার-এফিশিয়েন্ট Cortex-A55 কোর নিয়ে গঠিত। ছবি ও ভিডিও তোলার জন্য, Wobble One মডেলের ব্যাক প্যানেলে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
Wobble-এর নতুন ফোনে একটি 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ হয়নি, তবে ফুল চার্জে 47 ঘন্টা কলিং টাইম, 24 ঘন্টা ভিডিও স্ট্রিমিং, এবং 22 দিনের স্ট্যান্ডবাই টাইম অফার করবে। স্মার্টফোনটি স্টক Android 15 অপারেটিং সিস্টেমে রান করে। এর অর্থ এতে ব্লোটওয়্যার জাতীয় অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করা নেই, ফলে ভাল পারফরম্যান্স পাওয়া যেতে পারে।
Wobble One এর দাম ভারতে 22,000 টাকা থেকে শুরু হচ্ছে। ফোনটি 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। বেস মডেল ছাড়া ফোনের বাকি স্টোলেজ ভ্যারিয়েন্টগুলির দাম এখনও ঘোষণা করা হয়নি। এটি মিস্টিক হোয়াইট, ইক্লিপস ব্ল্যাক, ও অডিসি ব্লু কালার অপশনে বিক্রি হবে। অনলাইনে Amazon এবং অফলাইনে রিটেল স্টোরের মাধ্যমে কেনা যাবে। সেল ডিসেম্বর 12 থেকে শুরু হচ্ছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Nandamuri Balakrishna's Akhanda 2 Arrives on OTT in 2026: When, Where to Watch the Film Online?
Single Papa Now Streaming on OTT: All the Details About Kunal Khemu’s New Comedy Drama Series
Scientists Study Ancient Interstellar Comet 3I/ATLAS, Seeking Clues to Early Star System Formation