Xiaomi 17 was launched in China in September
Photo Credit: Xiaomi
Xiaomi 17 সেপ্টেম্বরে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর চালিত বিশ্বের প্রথম স্মার্টফোন হিসেবে চীনে আত্মপ্রকাশ করেছিল। চাইনিজ সংস্থাটি স্ট্যান্ডার্ড ভার্সনের পাশাপাশি, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max তাদের হোম মার্কেটে এনেছিল। ফোনগুলি কবে চীনের বাইরে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেনি তারা। তবে Xiaomi 17 গ্লোবাল মার্কেটে রিলিজ হওয়ার দোড়গোড়ায় পৌঁছে গেলে বলে মনে করা হচ্ছে। কারণ ফ্ল্যাগশিপ ফোনটি একটি আর্ন্তজাতিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। জানিয়ে রাখি, শাওমি ইন্ডিয়া সেপ্টেম্বরে একটি ইভেন্টে ভারতের বাজারের জন্য স্মার্টফোনটি প্রদর্শন করেছিল।
টেক আউটলুকের প্রতিবেদন অনুসারে, Xiaomi 17 থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে 25113PN0EG মডেল নম্বরের সঙ্গে দেখা গিয়েছে। এটি লঞ্চ টাইমলাইন প্রকাশ না করলেও, চীনের বাইরে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। পূর্বে একই মডেল নম্বর-যুক্ত শাওমির ফোনটি সিঙ্গাপুরের IMDA ডেটাবেসে স্পট করা হয়েছিল।
Xiaomi 17 জানুয়ারি মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। এটি ভারতে আসতে ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। শাওমির ভারতীয় শাখার চিফ মার্কেটিং অফিসার অনুজ শর্মা সেপ্টেম্বরের শেষে একটি ইভেন্টে ফোনটির উপর থেকে পর্দা সরিয়েছিলেন। তবে চাইনিজ ভেরিয়েন্টের মতো একই স্পেসিফিকেশন-সহ ডিভাইসটি ভারতে আসবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
শাওমি 17 স্মার্টফোনের চীনা ভ্যারিয়েন্টে 6.3 ইঞ্চি ডিসপ্লে আছে যা 1-120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ডলবি ভিশন, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন, ও HDR10+ অফার করে। ফোনটি 16 জিবি পর্যন্ত র্যাম এবং সর্বাধিক 512 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটটির সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে।
শাওমির নতুন ফ্ল্যাগশিপের পিছনের অংশে Leica-এর সহযোগিতার তৈরি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), f/1.7 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, (f/2.0) অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল (60 মিমি) টেলিফটো ক্যামেরা, ও 102 ডিগ্রি ফিল্ড অফ ভিউ-যুক্ত 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। ফোনটির রিয়ার ক্যামেরা 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ডিভাইসটির 7,000mAh ব্যাটারি 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এটি IP68-স্তরের জল এবং ধুলো প্রতিরোধী ক্ষমতার সঙ্গে এসেছে। চীনে Xiaomi 17-এর বেস 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 4,499 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 57,200 টাকা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.