Xiaomi 17 Ultra will feature a Leica-tuned 200-megapixel telephoto camera
Photo Credit: Xiaomi
Xiaomi 17 Ultra লঞ্চ হতে আর মাত্র এক দিন বাকি। শাওমির এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন আগামীকাল চীনে রিলিজ হচ্ছে। তবে শুধু একটা মডেল নয়, Xiaomi 17 Ultra Leica Edition নামে একটি লিমিটেড সংস্করণ আনতে চলেছে চাইনিজ টেক জায়ান্টটি। এটি ডিজাইন, ফিচার্স, বা স্পেসিফিকেশনের দিক থেকে স্ট্যান্ডার্ড মডেলের থেকে আলাদা হবে কিনা, তা এখনও জানা যায়নি। কোম্পানি ফোনটির রিটেল বক্সের ছবি প্রকাশ করেছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, Xiaomi 17 Ultra প্রথম স্মার্টফোন হতে চলেছে যেখানে Leica APO সার্টিফায়েড 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে।
শাওমি 17 আল্ট্রা লেইকা এডিশনের রিটেল বক্সের এক ঝলক দেখানো ছাড়া আর কোনও তথ্য প্রকাশ করেনি কোম্পানি। তবে স্ট্যান্ডার্ড মডেল সম্পর্কে একাধিক তথ্য জানিয়েছে কোম্পানি। জানা গিয়েছে যে এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। যেখানে পূর্বসূরী মডেলের পিছনে চারটি ক্যামেরা ছিল। তবে ক্যামেরার সংখ্যা কমলেও ফোনটি ফটোগ্রাফি পারফরম্যান্সে নয়া মানদন্ড স্থাপন করবে বলে দাবি করা হচ্ছে।
Xiaomi 17 Leica Edition
শাওমির চিফ এগজিকিউটিভ অফিসার লেই জুন বলেছেন, Xiaomi 17 Ultra মডেলে Leica-এর 1 ইঞ্চি প্রাইমারি ক্যামেরা রয়েছে। এতে Light এবং Shadow Hunter 1050L ইমেজ সেন্সর ব্যবহার হয়েছে। এটি ল্যাটারাল ওভারফ্লো ইন্টিগ্রেশন ক্যাপাসিটর (LOFIC) টেকনোলজির মাধ্যমে আল্ট্রা-হাই ডাইনামিক রেঞ্জ ডেলিভার করে।
ফোনটিতে Leica-এর টিউন করা 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে, যা কন্টিনিউয়াস অপটিক্যাল জুম প্রদান করবে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুসারে, এই ফোনে f/1.67 অ্যাপারচার-যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে।
আরও শোনা যাচ্ছে, Xiaomi 17 Ultra-এর ক্যামেরা মডিউলের চারপাশে একটি রোটারি ডায়াল থাকবে। এটি ছবি ও ভিডিও তোলার সময় জুন ইন এবং জুম আউট করতে সাহায্য করবে, যেমন আমরা ডিজিটাল ক্যামেরার লেন্সে দেখতে পাই। খবরটি সত্যি হলে, ফোনের স্ক্রিনে স্লাইডার টানার বদলে ডায়াল ঘোরালেই জুমের লেভেল পরিবর্তন হবে।
এছাড়াও, শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশনের 6.9 ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকতে পারে। এটি 6,800mAh ব্যাটারির সঙ্গে আসবে যা 100W ওয়্যার্ড এবং 90W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেতে পারে। ফোনটির সমস্ত অফিসিয়াল ফিচার জানতে আর মাত্র একটা দিনের অপেক্ষা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.