Xiaomi 17 Ultra-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ভারত, থাইল্যান্ড, ও সিঙ্গাপুরে লঞ্চের অনুমতি পেয়েছে। অর্থাৎ ডিভাইসটির চীনের বাইরে সফর শীঘ্রই শুরু হচ্ছে। গ্লোবাল সংস্করণে ব্যাটারির ক্ষমতা কিছুটা কম হবে বলে জল্পনা শোনা যাচ্ছে। সূত্রের দাবি, এটি চীনের বাইরে 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হতে পারে।
Xiaomi 17 Ultra-এর পাশাপাশি Xiaomi 17 Ultra Leica Edition নামে একটি বিশেষ সংস্করণ বাজারে এনেছে কোম্পানি। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি ডিজিটাল ক্যামেরার মতো হাতে সরাসরি ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যাবে। পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করতে পারে।
Xiaomi 17 Ultra-এর ক্যামেরা মডিউলের চারপাশে একটি রোটারি ডায়াল থাকতে পারে। এটি ছবি অথবা ভিডিও তোলার সময় জুন ইন এবং জুম আউট করতে সাহায্য করবে, যেমন আমরা ডিজিটাল ক্যামেরার লেন্সে দেখতে পাই। খবর সত্যি হলে, স্ক্রিনে স্লাইডার টানার পরিবর্তে ডায়াল ঘোরালেই জুম পরিবর্তন করা যাবে।
Xiaomi 17 Ultra স্মার্টফোনে Leica APO সার্টিফায়েড 200 মেগাপিক্সেল টেলিফটো লেন্স আছে। এতে উন্নত লো-লাইট ইমেজিং প্রযুক্তির পাশাপাশি দূর থেকে স্পষ্ট এবং পরিষ্কার ছবি তোলার জন্য লং-রেঞ্জ ক্যামেরায় উল্লেখযোগ্য আপগ্রেড এসেছে। ফোনটিতে পুরনো iPhone ও Sony Xperia-এর মতো গোল ভলিউম আপ-ডাউন বাটন দেওয়া হয়েছে।
Xiaomi 17 ও Xiaomi 17 Ultra ভারতে পরীক্ষা করে দেখা হচ্ছে। এগুলি দেশের বাজারে 2026 সালের মার্চে লঞ্চ হতে পারে। Pro বা Pro Max মডেলগুলির গ্লোবাল মার্কেটে আসার সম্ভাবনা নেই বললেই চলে। Xiaomi 17 Ultra এখনও আত্মপ্রকাশ করেনি, কিন্তু অনলাইনে ফোনটির একাধিক তথ্য ফাঁস হয়েছে। এটি দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসবে।