Xiaomi 17 Ultra-এর পাশাপাশি Xiaomi 17 Ultra Leica Edition নামে একটি বিশেষ সংস্করণ বাজারে এনেছে কোম্পানি। স্মার্টফোনটির ক্যামেরা মডিউলের চারপাশে একটি ফিজিক্যাল জুম রিং যুক্ত আছে। এটি ডিজিটাল ক্যামেরার মতো হাতে সরাসরি ঘুরিয়ে ছবি কাছে আনা বা দূরে সরানো যাবে। পিছনের ক্যামেরা ডলবি ভিশন ফরম্যাটে 8K ভিডিও রেকর্ড করতে পারে।
Xiaomi 17 Ultra-এর ক্যামেরা মডিউলের চারপাশে একটি রোটারি ডায়াল থাকতে পারে। এটি ছবি অথবা ভিডিও তোলার সময় জুন ইন এবং জুম আউট করতে সাহায্য করবে, যেমন আমরা ডিজিটাল ক্যামেরার লেন্সে দেখতে পাই। খবর সত্যি হলে, স্ক্রিনে স্লাইডার টানার পরিবর্তে ডায়াল ঘোরালেই জুম পরিবর্তন করা যাবে।