শিঘ্রই বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi –র গেমিং স্মার্টফোন Black Shark। চিনে Razer Phone এর সাথে প্রতিযোগিতায় Black Shark লঞ্চ করেছিল Xiaomi। সম্প্রতি চিনের সার্টিফিকেশান ওয়েবসাইটে Black Sharkএর পরবর্তী ভার্সান দেখা গিয়েছে। এবার Black Shark এর গ্লোবাল ওয়েবসাইট লাইভ হল। ফলে বিশ্ব বাজারে Black Sharkলঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা।
Black Sharkএর নতুন ওয়েবসাইটে লেখা রয়েছে 'Sharks Approaching' ও 'Unleashing Soon'। অর্থাৎ শিঘ্রই বিশ্ব বাজারে চলে আসবে এই স্মার্টফোন। তবে এই ওয়েবসাইটে Black Sharkএর কোন মডেল লঞ্চ হবে তা জানানো হয়নি। আগ্রহী গ্রাহকরা নিজের ইমেল ব্যবহার করে এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারবেন।
চিনের এক সার্টিফিকেশান ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Black Shark 2 ফোনে থাকবে একটি 5.99 ইঞ্চি FullHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে 4,000 mAh ব্যাটারি। আগের মডেলের থেকে নতুন মডেল আকারে একটু ছোট হতে পারে। Black Shark 2 এর ভিতরে থাকবে একটি Snapddragon 845 চিপসেট, Adreno 630 GPU, 8GB RAM। এর সাথেই ভারি গেমিং এর সময় প্রসেসার ঠান্ডা থাকতে ব্যবহার হয়েছে লিকুইড কুলিং সিস্টেম।
চিনে Black Sharkফোনের দাম 2,999 ইউয়ান (প্রায় 31,100 টাকা)। তবে টপ মডেলের দাম 3,499 ইউয়ান (প্রায় 36,300 টাকা)। এই ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, Adreno 630 GPU, 6GB/8GB RAM, 20MP+12MP রিয়ার ক্যামেরা, 20MP ফ্রন্ট ক্যামেরা আর 64GB/128GB স্টোরেজ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন