Mi A2 তে থাকবে লেটেস্ট Android 9 Pie স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Mi A2 তে Android 9 Pie স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে
2,000 টাকা সস্তা হল Mi A2। এভার মাত্র 11,999 টাকায় ভারতে এই ফোন পাওয়া যাবে। সোমবার এই ঘোষণা করেছেন Xiaomi –র গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন। Mi A2 ফোনে রয়েছে Snapdragon 660 চিপসেট, 20 মেপাপিক্সেল রিয়ার ক্যামেরা আর 3,000 mAh ব্যাটারি। Google Android One প্রোগ্রামের অধীনে এই ফোন লঞ্চ হয়েছিল। ফলে Mi A2 ফোনের সফটওয়্যার ডেভেলপমেন্টের দায়িত্বে রয়েছে Google।
দাম কমে ভারতে 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi A2 11,999 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এখনই এই ফোনের 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন কিনতে খরচ হবে 15,999 টাকা। চারটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Mi A2।
Mi A2 তে Android 9 Pie স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3000 mAh ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 4.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Hell’s Paradise Season 2 OTT Release Date: When and Where to Watch it Online?
Francis Lawrence’s The Long Walk (2025) Now Available for Rent on Prime Video and Apple TV