Photo Credit: GizmoChina/TENAA
খুব শিঘ্রই একটি গ্লোবাল লঞ্চ ইভেন্ট আয়োজন করবে Xiaomi। গত বছর এই রকম এক গ্লোবাল লঞ্চেই কোম্পানির প্রথম Android One ফোন Mi A1 ফোনটি লঞ্চ করেছিল Xiaomi। চিনের Xiaomi Mi 5Xফোনটির নাম ও অপারেটিং সিস্টেমে বদল এনে এই ফোন লঞ্চ করেছিল কম্পানি। এই বছর এপ্রিল মাসে চিনে Mi 6X ফোনটি লঞ্চ করেছে Xiaomi। আর তাই মনে করা হচ্ছে এই গ্লোবাল লঞ্চ ইভেন্টে Mi A2 ফোনটি লঞ্চ করতে পারে Xiaomi।
টুইটারে এই গ্লোবাল ইভেন্টের কথা জানিয়েছে Xiaomi। তবে এই ইভেন্ট কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনো জানায়নি কোম্পানি। Xiaomi এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পেরে কোম্পানির ফ্যানেদের কাছে এই বিষয়ে পরামর্শ চেয়েছে। গত বছর এই গ্লোবাল ইভেন্ট ভারতে অনুষ্ঠিত হয়েছিল। আশা করা হচ্ছে এই ইভেন্টের স্থান ও সময় শিঘ্রই জানাবে Xiaomi।
ইতিমধ্যেই একাধিকবার Xiaomi Mi A2 নিয়ে ইন্টারনেটে খবর ফাঁস হয়েছে। Xiaomi Mi 6X এর মতোই ডিজাইন থাকতে পারে Mi A2 তে। এক লিস্টিং এ Mi A2 এর 32GB ভেরিয়েন্টের দাম 289 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 19,800 টাকা), 64GB মডেলের দাম 329 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 22,500 টাকা) আর 128GB ভেরিয়েন্টের দাম 369 সুইস ফ্র্যাঙ্ক (প্রায় 25,200 টাকা)।
Xiaomi Mi A2 এর সম্ভাব্য স্পেসিফিকেশান
Xiaomi Mi A2 একটি Android One স্মার্টফোন। তাই এই ফোনে থাকবে লেটেস্ট Android Ore 8.1 স্টক অ্যানড্রয়েড। Mi A2 তে থাকবে একটি 5.99 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। এছাড়াও থাকবে একটি Snapdragon 660 চিপসেট, 4GB RAM আর 32GB/ 64GB/ 128GB স্টোরেজ।
Mi A2 তে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরা প্রাইমারি সেন্সার 12MP। ফোনের সামনে থাকবে একটি 20MP সেলিফি ক্যামেরা। এছাড়াও Mi A2 এর ভিতরে থাকবে একটি 3010 ব্যাটারি। এর সাথেই থাকবে Quick Charge 3.0 সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Mi A2 তে থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0 আর USB Type-C পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন