দুর্দান্ত ক্যামেরা সহ আসছে Mi A3

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 জুলাই 2019 16:28 IST
হাইলাইট
  • Mi A সিরিজের আধীনে Android One স্মার্টফোন লঞ্চ করে Xiaomi
  • দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ক্যামেরা
  • এবার লঞ্চ হতে চলেছে Mi A3 আর Mi A3 Lite

Mi A3 ফোনে থাকতে পারে 48 মেগাপিক্সেল ক্যামেরা

শিঘ্রই নতুন Android One সিরিজ স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। সম্প্রতি এই ফোনের টিজার প্রকাশ করেছে চিনের কোম্পানিটি। Mi A সিরিজের আধীনে Android One স্মার্টফোন লঞ্চ করে Xiaomi। গত কয়েক বছরে এই সিরিজে লঞ্চ হয়েছে Mi A1, Mi A2 আর Mi A2 Lite ফোনগুলি। এবার লঞ্চ হতে চলেছে Mi A3 আর Mi A3 Lite। প্রকাশিত টিজারে জানানো হয়েছে Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া পরবর্তী Xiaomiফোনে থাকছে Google Assistant সাপোর্ট। দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ক্যামেরা।

সম্প্রতি ট্যুইটারে নতুন এই ফোনের টিজার প্রকাশ করেছে। সেখানে ‘Mi A সিরিজ' কথার উল্লেখ হয়েছে। যা থেকে মনে করা হচ্ছে একাধিক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। প্রসঙ্গত গত বছরেও Mi A2 আর Mi A2 Lite লঞ্চ করেছিল Xiaomi।

সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Mi CC9 আর Mi CC9e। এই দুই ফোনেও ক্যামেরায় বিশেষ নজর দেওয়া হয়েছিল। একাধিক রিপোর্টে জানানো হয়েছে নাম বদলে Mi A3 আর Mi A3 Lite নামে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। চিনে Mi CC9 আর Mi CC9e ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI স্কিন চললেও Mi A3 আর Mi A3 Lite ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড।

Xiaomi Mi CC9 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে MIUI 10 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Xiaomi Mi CC9 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Mi CC9 এর মতোই Mi A3 ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ
ছবি: WinFuture

Xiaomi Mi CC9 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার। Xiaomi Mi CC9 এর ওজন 179 গ্রাম।

Advertisement

Xiaomi Mi CC9e ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে রয়েছে Snapdragon 665চিপসেট, 6GB পর্যন্ত RAM  আর 128GB পর্যন্ত স্টোরেজ। এই ফোনে NFC সাপোর্ট থাকছে না। তবে থাকছে একই 4,030 mAh ব্যাটারি আর 18W ফাস্ট চার্জিং। Xiaomi Mi CC9e এর ওজন 173.8 গ্রাম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রিয়েলমির সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন Realme GT 8 সিরিজ এন্ট্রি নিচ্ছে, তাক লাগাবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
  2. নতুন Android ভার্সন ও 16 জিবি র‍্যাম সহ আসছে OnePlus 15, লঞ্চ কবে জেনে নিন
  3. Realme 15T ব্যাটারি ও ক্যামেরায় চমক নিয়ে ভারতে লঞ্চ হচ্ছে, দেখলে মনে হবে আইফোন!
  4. Tecno বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন ভারতে আনছে, বাংলা ভাষায় AI থাকবে
  5. Vivo আনছে 200 মেগাপিক্সেল ক্যামেরার অনবদ্য ফোন, লঞ্চ হতে পারে অক্টোবরে
  6. Oppo Find X9 স্মার্টফোনের সংজ্ঞা পাল্টে দেবে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসরে বড় চমক
  7. জিও-এয়ারেটেলের ঘুম কেড়ে প্ল্যানের দাম কমাল BSNL, নতুন গ্রাহকদের এক মাস ফ্রি
  8. 3,000 টাকা ছাড়ে দুর্দান্ত Vivo ফোনের সেল শুরু, রয়েছে 6,500mAh ব্যাটারি ও অনবদ্য ক্যামেরা
  9. Jio Frames: চশমাতেই ক্যামেরা, ফোন ও স্পিকার, জিওর জাদুতে স্মার্টফোন অতীত!
  10. Samsung বড় চমক নিয়ে হাজির, 12,000 টাকা ছাড় 200 মেগাপিক্সেল ক্যামেরার এই স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.