অনেক দিন ধরেই Moto G8 Power ও Moto G8 -এর বিভিন্ন ফিচার সম্পর্কে বিভিন্ন খবর সামনে আসছে। সম্প্রতি Amazon থেকে জানা গিয়েছে কালো ও নীল রঙে এই ফোন লঞ্চ হবে।
Realme 5 এর থেকে কিছু ফিচার কমিয়ে 8,999 টাকা দামে লঞ্চ হয়েছে Realme 5i। এই ফোনের Snapdragon 665 চিপসেট ভালো পারফর্মেন্স দেবে। 5,000 mAh ব্যাটারি থাকার কারণে দুর্দান্ত ব্যাক আপ পাওয়া যাবে।
Vivo S1 Pro ফোনের ডিসপ্লের উপরে একটি ওয়াটার ড্রপ নচ থাকছে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও Vivo S1 Pro ফোনে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 18W ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং আর 8GB RAM থাকছে।
6 জানুয়ারি লঞ্চ হবে Realme 5i। শুরুতে ভিয়েতনামে লঞ্চ হবে এই স্মার্টফোন। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। অফিশিয়াল লনের আগেই ভিয়েতনামের জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে Realme 5i রেজিস্ট্রেশন শুরু হয়েছে।