সোমবার লঞ্চ হবে Redmi Note 9S। Redmi Note 9 Pro এর মতোই Redmi Note 9S -এ রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে ও কোয়াড রিয়ার ক্যামেরা। আজ সিঙ্গাপুরে এই ফোন নিয়ে আসছে Xiaomi। এছাড়াও পাকিস্তান ও মালয়েশিয়ায় এই ফোন পাওয়া যাবে।
Xiaomi -র অফিশিয়াল টুইটার পেজ থেকে Redmi Note 9S লঞ্চ সরাসরি সম্প্রচারিত হবে। সোমবার ভারতীয় সময় বিকাল 5 টা 30 মিনিটে এই ফোন লঞ্চ শুরু হবে। এছাড়াও কোম্পানির ফেসবুক পেজ থেকে সরাসরি এই অনুষ্ঠান দেখা যাবে।
Redmi Note 9S এর পিছনে থাকছে চারটি ক্যামেরা, বিশাল ব্যাটারি, হোল-পাঞ্চ ডিসপ্লে। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro। সেই ফোনে কিছু কাটছাঁট করে বাজারে আসতে চলেছে Redmi Note 9S।
48 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে Realme Narzo 10
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
Redmi Note 9S -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট। সঙ্গে থাকবে 6GB RAM।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন