Photo Credit: Amazon
অনেক দিন ধরেই Moto G8 Power ও Moto G8 -এর বিভিন্ন ফিচার সম্পর্কে বিভিন্ন খবর সামনে আসছে। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছিল। সম্প্রতি Amazon থেকে জানা গিয়েছে কালো ও নীল রঙে এই ফোন লঞ্চ হবে।
সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ Amazon ওয়েবসাইটে Moto G8 Power দেখা গিয়েছে। যদিও এখনও বিক্রি শুরু হয়নি এই ফোন। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। সঙ্গে থাকছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোম্পানির লোগো থাকছে। এই ফোনে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে Motorola। ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন।
লঞ্চের আগেই আবার ফাঁস হল Samsung Galaxy M31 -এর স্পেসিফিকেশন
Moto G8 Power – একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snapdragon 665 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ। এই ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
ডুয়াল সিম Moto G8 Power -এ Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে 5,000 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে তিন দিন চলবে এই ফোন। থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার কালো ও নীল রঙে পাওয়া যাবে Moto G8 Power।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন