Xiaomi জানিয়েছে 25 জুলাই লঞ্চ হভে Mi A3। পোল্যান্ডে ওয়্যারশ শহরে এই ফোন লঞ্চ করবে Xiaomi। Mi A3 লঞ্চের দিন ঘোষনার সাথে সাথেই ইন্টারনেটে এই ফোনের একাধিক ছবি সামনে এল।
এবার লঞ্চ হতে চলেছে Mi A3 আর Mi A3 Lite। প্রকাশিত টিজারে জানানো হয়েছে Android One প্রোগ্রামের অধীনে লঞ্চ হওয়া পরবর্তী Xiaomiফোনে থাকছে Google Assistant সাপোর্ট। দুর্দান্ত ছবি তোলার জন্য এই ফোনে থাকছে বিশেষ ক্যামেরা।