2019 সালের অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Mi A3। 1,000 টাকা সস্তা হল এই স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon.in, Flipkart ও Mi.com থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
Mi A3 ফোনে থাকছে Snapdragon 665 চিপসেট
2019 সালের অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Mi A3। এতদিন 12,999 টাকা দামে এই ফোন কেনা যাচ্ছিল। এবার 1,000 টাকা সস্তা হল এই স্মার্টফোন। বৃহস্পতিবার থেকে 11,999 টাকা দামে কেনা যাবে Xiaomi-র Android One সিরিজের লেটেস্ট স্মার্টফোন। ইতিমধ্যেই Amazon.in, Flipkart ও Mi.com থেকে নতুন দামে এই ফোন বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার ভারতে Xaiomi প্রধান মনু কুমার জৈন টুইট্যরে Mi A3 ফোনের দাম কমার খবর প্রকাশ করেছেন। 4GB + 64GB স্টোরেজে Mi A3 ফোনের নতুন দাম 11,999 টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 14,999 টাকা খরচ হবে। সঙ্গে থাকছে নো-কস্ট ইএমআই আর এক্সচেঞ্জ অফার। নীল, সাদা ও ধুসর রঙে পাওয়া যাবে Mi A3।
1,000 টাকা সস্তা হয়েছে Mi.a3
Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকবে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।
আরও পড়ুন:
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Engineers Turn Lobster Shells Into Robot Parts That Lift, Grip and Swim
Strongest Solar Flare of 2025 Sends High-Energy Radiation Rushing Toward Earth
Raat Akeli Hai: The Bansal Murders OTT Release: When, Where to Watch the Nawazuddin Siddiqui Murder Mystery
Bison Kaalamaadan Is Now Streaming: Know All About the Tamil Sports Action Drama