2020 সালের ফেব্রুয়ারি মাসে Mi A3 ফোনে Android 10 আপডেট পৌঁছতে শুরু করবে। সম্প্রতি সোশ্যাল সাইটে এই ঘোষণা করেছে Xiaomi। Google Android One প্রোগ্রামের অধীনে 2019 সালে লঞ্চ হয়েছিল Mi A3। লঞ্চের সময় প্রথম দুই বছর এই ফোন সব Android আপডেট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কোম্পানি। 2019 সালের সেপ্টেম্বর মাসে Google Pixel সিরিজের ফোনে প্রথম ndroid 10 আপডেট পৌঁছরে শুরু করে। ইতিমধ্যেই Xiaomi-র Redmi K20 Pro, Redmi K20, Mi 8 আর Mi 9 ফোনে Android 10 আপডেট পৌঁছে গিয়েছে। যদিও এই ফোনগুলিতে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। অন্যদিকে Mi A3 ফোনে চলবে স্টক অ্যানড্রয়েড।
Mi A1 আর Mi A2 ফোনের সাফল্যের পরে 2019 সালের অগাস্ট মাসে লঞ্চ হয়েছিল Mi A3। Mi A3 ফোনে স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে 6.08 ইঞ্চি HD+ AMOLED ডিসপ্লে।ফোনের ভিতরে রয়েছে Snapdragon 665 চিপসেট। সাথে থাকছে 6GB RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
Mi A3 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
Mi A3 ফোনে থাকছে একটি 4,030 mAh ব্যাটারি। সাথে থাকছে 18W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে NFC, 3.5 মিমি অডিও জ্যাক, USB Type-C পোর্ট, Bluetooth v5, Wi-Fi 802.11 a/b/g/n/ac। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার।
আরও পড়ুন:
iPhone 12 সিরিজে লঞ্চ হবে চারটি নতুন স্মার্টফোন; সামনে এল বিভিন্ন ফিচার
আনলিমিটেড কল, হাই স্পিড ডেটা সহ একধিক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন